ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মায়ের কোলে ফিরলো চুরি যাওয়া নবজাতক

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ , ০৯:৫৪ এএম


loading/img
মায়ের কোলে চুরি যাওয়া নবজাতক

বগুড়ার শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার মধ্যরাতে শহরের কলোনি এলাকা থেকে সদর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন।

এ  ঘটনায় জড়িত নবজাতক চুরি চক্রের এক নারীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গেল বুধবার দুপুরে ভূমিষ্ঠের ঘণ্টাখানেক পর হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে রেশমা বেগম নামের ওই নারী চুরি করেছিলো শিশুটিকে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রেজাউল করিম জানান, শিশুটিকে উদ্ধারে বুধবার রাত থেকেই তারা শহর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালান।

বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালালেও শিশু চুরির চক্রটি বারবার অবস্থান পরিবর্তন করছিলো। সবশেষ বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে শহরের লতিফপুর কলোনি এলাকার একটি বাসা থেকে সুস্থ অবস্থায়  শিশুটিকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ সময় আটক করা হয় চুরির সঙ্গে জড়িত রেশমা বেগমকে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ঠাকুর দেখতে যাওয়া কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ
---------------------------------------------------------------

উদ্ধারের পর রাত সাড়ে ১২টার দিকে সদর থানায় বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয় শিশুটিকে। এ সময় পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা ও শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম সালেহ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, কলোনি এলাকায় রেশমার বোনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তারা শিশু চুরির সংঘবদ্ধ চক্রের সদস্য কিনা তা নিশ্চিত হতে রেশমাকে আদালতের নির্দেশনা অনুযায়ী  জিজ্ঞাসাবাদ করা হবে।

শজিমেক হাসপাতালের পরিচালক জানান, মা ও নবজাতককে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।  প্রসঙ্গত, গেল বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার নাহিদা বেগম শজিমেক হাসপাতালে এক ছেলে সন্তানের জন্ম দেন।

ঘণ্টাখানেক পর রেশমা প্রসূতি বিভাগে ঢুকে কৌশলে  শিশুটিকে চুরি করে নিয়ে যায়।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |