• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মার্বেল খেলা নিয়ে শিশুর হাতে শিশু খুন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১২:০৬
লাশ ব্লেড শিশু মার্বেল
ফাইল ছবি

টাঙ্গাইলের গোপালপুরে মার্বেল খেলাকে কেন্দ্র করে শিশুর হাতে আরেক শিশু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল রোববার দুপুরে পুলিশ নিহতের লাশ উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামের একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে।

নিহত শিশু শামীম (৫) উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামের হাবিবের ছেলে।

এ ঘটনায় পুলিশ দুপুরেই অভিযুক্ত সুজনকে (১১) আটক করে।

আটককৃত সুজন একই গ্রামের শামসুল হকের ছেলে। সুজন ব্লেড দিয়ে শামীমকে গলা কেটে হত্যা করে।

এ ব্যাপারে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মার্বেল খেলাকে কেন্দ্র করে শামীমকে শনিবার রাতে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে সুজন।

পরে পুলিশ রোববার দুপুরে নিহতের লাশ ক্ষেত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় অভিযুক্ত আরেক শিশু সুজনকে আটক করা হয়।

তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। আটক সুজন স্থানীয় চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাতের মৃত্যু
সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
কুমিল্লা থেকে অপহৃত ছেলেশিশু জামালপুরে উদ্ধার