ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মার্বেল খেলা নিয়ে শিশুর হাতে শিশু খুন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ , ১২:০৬ পিএম


loading/img
ফাইল ছবি

টাঙ্গাইলের গোপালপুরে মার্বেল খেলাকে কেন্দ্র করে শিশুর হাতে আরেক শিশু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

গতকাল রোববার দুপুরে পুলিশ নিহতের লাশ উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামের একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে।

নিহত শিশু শামীম (৫) উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামের হাবিবের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ দুপুরেই অভিযুক্ত সুজনকে (১১) আটক করে।

আটককৃত সুজন একই গ্রামের শামসুল হকের ছেলে। সুজন ব্লেড দিয়ে শামীমকে গলা কেটে হত্যা করে। 

এ ব্যাপারে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মার্বেল খেলাকে কেন্দ্র করে শামীমকে শনিবার রাতে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে সুজন।

বিজ্ঞাপন

পরে পুলিশ রোববার দুপুরে নিহতের লাশ ক্ষেত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় অভিযুক্ত আরেক শিশু সুজনকে আটক করা হয়।

তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। আটক সুজন স্থানীয় চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |