• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত এক

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি অনলাইন

  ০৯ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৮
নিহত  যুবক আহত
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন বিল্লাল ফকির (৫০)। তিনি ভাঙ্গা পৌর এলাকার হোগলাডাঙ্গী গ্রামের বাসিন্দা।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান আরটিভি অনলাইনকে জানান, সকালে চুমুরদী বাসস্ট্যান্ডের পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে পিকআপ ভ্যানটি ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল ফকিরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গেছে। সেটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপ ভ্যান চালক পালিয়ে গেছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২ 
ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫
অপহরণের ২ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেপ্তার ২
যে কারণে খেজুর গাছ শুধু শীতকালেই রস দেয়