সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মানিকগঞ্জে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ।
বিজ্ঞাপন
মহাসড়কেও যাতে অবাধে গাড়ি চলাচল না করতে পারে সেজন্য বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে তিন স্তরের চেকপোস্ট।
নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আর অপ্রয়োজনে রাস্তায় নামা যানবাহনগুলোকে ঘুড়িয়ে দেওয়া হচ্ছে উল্টোপথে।
বিজ্ঞাপন
এসব কার্যক্রম তদারকি করছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো.আসাদুজ্জামান, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মানিকগঞ্জের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত ডিআইজি মো.আসাদুজ্জামান।
জেবি