• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

পাবনার আইসোলেশন থেকে পালানো যুবক হিলিতে উদ্ধার

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০২০, ২০:১১
পাবনার আইসোলেশন থেকে পালানো যুবক হিলি থেকে উদ্ধার
হিলি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাবনা হাসপাতালের আইসোলেশন থেকে পালানো যুবককে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আমি আমার উপজেলার করোনা কমিটির সঙ্গে কথা বলেছি। তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক গ্রামটিতে যায়। তার বাড়ি উপজেলার মাধবপাড়া গ্রামে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম মোবাইল ফোনে জানান, ওই যুবকের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ নেই। আমরা ইতিমধ্যে তাকে সহ বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছি।

উল্লেখ্য যে, চলতি মাসের (৫ এপ্রিল) ওই যুবক জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা নিয়ে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর এলাকার দিঘলকান্দি গ্রামে শ্বশুর বাড়িতে আসে। গত সোমবার তাকে করোনা সন্দেহে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। এরপর ৭ এপ্রিল রাতে সে সুযোগ বুঝে পালিয়ে যায়।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বিয়ের ৩ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার