ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

মানিকগঞ্জে জাসদ নেতার বাড়িতে ডাকাতির চেষ্টা, শহরজুড়ে আতঙ্ক

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ , ০৬:৪১ পিএম


loading/img
মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক আসলাম খান বাবুর বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। এই ঘটনায় শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

আসলাম খান বাবুর জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৭/৮ জন যুবক তার লঞ্চঘাট এলাকার বাড়ির গেটের পাশে মই ফেলে। তারপর তারা মই বেয়ে তার ভবনের দুই তলার বেলকোনিতে উঠার সময় পথচারীরা দেখে ফেলেন। তাদের চিৎকারে ডাকাত দল পালিয়ে যায়। তারা সবাই মুখে মাস্ক পড়া ছিল বলে জানান তিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিমকে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গেল মঙ্গলবার দিবাগত রাতে সাটুরিয়া উপজেলা প্রেসক্লাবের জানালা ভেঙে একটি কম্পিউটার, একটি টেলিভিশন ও ২০টি প্লাস্টিকের চেয়ার নিয়ে যায় দুর্বৃত্তরা।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |