করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবার জন্য পাবনা কমিউনিটি হাসপাতালকে কোভিড ডেডিকেডেট হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হয়েছে। জেলার নয় উপজেলার ছয়টিতেই করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় পিসিআর ল্যাব স্থাপনের কাজও শুরু হয়েছে। জেলায় বর্তমান করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ জন।
মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কোভিড ডেডিকেডেট হাসপাতালের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
জেলা স্বাস্থ্যবিভাগ জানায়, প্রাথমিকভাবে কোভিড হাসপাতালে ১০০ শয্যার জন্য অক্সিজেন সিলিণ্ডার, নেবুলাইজারসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ প্রস্তুত রাখা হয়েছে। আইসিইউ, ভেন্টিলেটর স্থাপনে চাহিদাপত্রও দেয়া হয়েছে। এছাড়া, পাবনা মেডিকেল কলেজের মাইক্রোবাইলোজি বিভাগে সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষায় পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রমও শুরু হয়েছে। দ্রুততম সময়ে এই ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হবে।
পাবনায় গেল ২১ এপ্রিল নারায়ণগঞ্জফেরত একজন ব্যক্তির শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর একজন চিকিৎসক ও দুজন স্বাস্থ্যকর্মীসহ সদর উপজেলায় তিনজন, চাটমোহর উপজেলায় তিনজন, ভাঙ্গুড়া উপজেলায় দুইজন, ফরিদপুর উপজেলায় একজন, সাঁথিয়া উপজেলায় একজন ও সুজানগর উপজেলায় একজনসহ মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের কোনও উপসর্গ না থাকায় বাড়িতেই চিকিৎসা দেয়া হচ্ছে। লক্ষণ দেখা দিলে হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হবে।
জেবি