ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

ফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষসহ আটক এক

ফেনী প্রতিনিধি, আরটিভি অনলাইন

বুধবার, ১০ জুন ২০২০ , ০৯:০৭ এএম


loading/img
ছবি সংগৃহীত

ফেনী-নোয়াখালী মহাসড়কে অভিযান চালিয়ে ১৬ কোটি টাকা মূল্যের দুই পাউন্ড সাপের বিষসহ মো. ইকবাল হোসেন নামের এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে র‍্যাব -৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিপুরের একটি ডিপার্টমেন্টার স্টোরের সামনে থেকে ওই মোটরসাইকেল আরোহীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় আরও একজন পালিয়ে যায়।

র‍্যাব জানায়,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃত ব্যক্তি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত রয়েছে। সাপের বিষ দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে তারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে। আটককৃত মো. ইকবাল হোসেন নোয়াখালীর সুধারামপুর উপজেলার পশ্চিম রুইয়া এলাকার মৃত লাতু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে থাকা একটি নম্বরবিহীন মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, দুটি সিম ও একটি মেমো বই জব্দ করা হয়।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |