• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
শিবচরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ঘরে মিলল ১২ তাজা ককটেল
মাদারীপুরে পরিত্যক্ত একটি ঘর থেকে ১২টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কালকিনি উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রাম থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, সকালে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় কালকিনি উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের শাহজালাল হাওলাদারের পরিত্যক্ত একটি ঘরে বেশ কিছু ককটেল দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১২টি তাজা ককটেল উদ্ধার করে। ককটেলগুলো একটি বালতিতে বালি ও পানির মিশ্রণে নিষ্ক্রিয় করা হয়। নাশকতার উদ্দেশ্যে কে বা কারা পরিত্যক্ত ঘরে ককটেল রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  আরটিভি/এএএ/এস
ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন
ক্ষমতা পরিবর্তন হয়েছে, তবে দেশে শান্তি ফিরে আসেনি: চরমোনাই পীর
শিবচরে প্রতিপক্ষের ওপর বোমা হামলা, আহত ৩
শিবচরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার আতঙ্কে পালিয়েছেন নারীরাও
আড়িয়াল খাঁ নদে ভেসে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ
মাদারীপুরে শিবচরে আড়িয়াল খাঁ নদের পাড়-সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিক উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড়-সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে স্থানীয়রা কলাতলা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শিবচর থানার ওসি মোখতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এএএ/এসএ
মাইক্রোবাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, আহত ১২
মাদারীপুরে ডাসার উপজেলার ভুরঘাটা-শশিকর সড়কে মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডাসার উপজেলার আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আহতরা হলেন- কালকিনি উপজেলার আলীপুরের শহিদুল ইসলামের ছেলে হৃদয়, ভুরঘাটা এলাকার রোহান, একই এলাকার আলী সরদারের ছেলে লোকমান সরদার, ঝুরগাঁও এলাকার অনিল বাড়ৈর ছেলে গোবিন্দ বাড়ৈ ও তার মেয়ে চাঁদনী বাড়ৈ, একই এলাকার সুনীল মণ্ডল, বরিশালের আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড়ের হরবিলাসের ছেলে জয়। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় যাত্রী নিয়ে শশিকর থেকে ভুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসে তিনচাকার একটি মাহিন্দ্রা। ডাসার উপজেলার আশ্রম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায় ও মাহিন্দ্রা গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ সময় মাইক্রোবাস ও মাহিন্দ্রার অন্তত ১২ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ উল হাসান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আহতের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মাইক্রোবাসের বেপরোয়া গতিতেই এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আরটিভি/এএএ/এসএ
সাপের ছোবলে প্রাণ গেল কৃষকের
মাদারীপুরের কালকিনিতে সাপের ছোবলে মো. ফরহাদ সিকদার (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে কোন সাপ তাকে ছোবল দিয়েছে তা জানা যায়নি। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ফরহাদ মাদারীপুরের কালকিনি উপজেলার জাইহীর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। খালেকের ভাই সোহেল রানা বলেন, আমার ভাই কৃষি কাজ করত। বিকেলে ঘরের একটি ফার্নিচার মেরামত করার সময় নিজ ঘরের ভেতরেই একটি কালো রঙের সাপ তাকে ছোবল দেয়। পরে খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। চিকিৎসকের বরাত দিয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।  তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।  ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে। আরটিভি/এএএ
শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাত, আহতদের নেওয়া হলো ঢাকা মেডিকেলে
মাদারীপুর শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার নামের দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিবচর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরশামাইল এলাকায় এ ঘটনা ঘটে।  মঙ্গলবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি মোহাম্মদ মোক্তার হোসেন। আহত শাহজালাল মোল্লা (৩৫) চরশামাইল এলাকায় আবদুল হাকিম মোল্লার ছেলে এবং ইসমাইল সরদার (৩৭) একই এলাকার হালিম সরদারের ছেলে। আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন।  জানা যায়, শিবচর পৌরসভার চরশামাইল এলাকার শাহজালাল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল একই এলাকার শাহিন মোল্লার। শাহিন মোল্লা ওই এলাকার আমিন মোল্লার ছেলে। সোমবার রাতে ওই এলাকায় ক্যারাম বোর্ড খেলছিল শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার। এ সময় সেখানে অটোভ্যানে করে উপস্থিত হয় শাহিন মোল্লাসহ চার পাঁচজনের একটি দল। তারা অটো থেকে নেমেই পরিকল্পিতভাবে শাহজালাল মোল্লার পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। ছাড়াতে গেলে ইসমাইল সরদারের উরুতেও ছুরি দিয়ে কোপ মারে। দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। আহত শাহজালাল মোল্লার ছোট ভাই আলামিন মোল্লা বলেন, ‘শাহিন মোল্লা ছাত্রলীগ করতো। আমি বিএনপি নেতা নুরুদ্দিন মোল্লার ছবিসহ ব্যানার টাঙিয়েছি। সেই ব্যানার ছিঁড়ে ফেলার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করছিল সে। কিন্তু ছিঁড়তে না পেরে ক্যারাম বোর্ড খেলার সময় আমার ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর যখন করে।’  এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, ‘এ বিষয়ে দুপক্ষই থানায় অভিযোগ করেছে আমরা রাতেই সেনাবাহিনীসহ যৌথ অভিযান করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আরটিভি/এমকে
শিশু ধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
মাদারীপুরের শিবচরে শিশু ধর্ষণ মামলার আসামি রনি মোল্লাকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার পাঁচ্চর এলাকা থেকে রনি মোল্লাকে গ্রেপ্তার করা হয়।  সোমবার (২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের র‌্যাব ৮। গ্রেপ্তার রনি মোল্লা জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সামাদখার কান্দি গ্রামের কাদির মোল্লার ছেলে। র‌্যাব জানায়, গত ১৩ সেপ্টেম্বরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে রনি। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে শিবচর উপজেলার পাচ্চর থেকে রনিকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব ৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার মীর মনির জানান, আসামিকে শিবচর উপজেলার পাঁচ্চর থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে গ্রেপ্তাকৃতকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এফআই/এসএ
ভুয়া সমন্বয়কদের বিষয়ে যা বললেন সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন,  ৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তাদেরকে আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজকে খেয়ে ফেলবে। দেশের অনেকে জেলায় এমনটা হচ্ছে। শুক্রবার  (২৫ অক্টোবর)  সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস বলেন, ১৬ বছরের অত্যাচার ১৬ মাসেও শেষ হবে না। শেখ হাসিনার সরকার যে অপকর্ম করেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই জায়গাটা ভেঙে গেছে। এই সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিবেধ তৈরি করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এজন্য সবাইকে এক থাকতে হবে। মনে রাখতে হবে, ১৬ বছরের রেডি করা সেটাপ, অল্পকিছু মাথা পালাইছে, তাদের আসতে বেশি সময় লাগবে না।  তিনি আরও বলেন, ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করেন কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, রাজনৈতিক দল করার গণতান্ত্রিক অধিকার থাকলেও অভ্যুত্থান পরবর্তী এই সময়ে সেটা করলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে। তবে ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের প্লাটফর্মে নয় অন্য কোনো নতুন নামে এই আন্দোলনে সম্পৃক্ত মানুষগুলো রাজনৈতিক দল গঠন করতে চাইলে করা যেতে পারে। এ সময় সভায় ছাত্র আন্দোলনে মাদারীপুরে হতাহতদের পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  আরটিভি/আইএম