• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে
নড়াইলে মদপানে স্কুলছাত্রীর মৃত্যু
নড়াইলের মহাজন গ্রামের মালোপাড়ায় মদপানে দশম শ্রেণির ছাত্রী পূজা করের (১৫) মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে তার মৃত্যু হলেও বুধবার দুপুরে খবরটি জানাজানি হয়।  পূজা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে। এ ঘটনায় অপর স্কুলছাত্রী ত্রিনয়নী বিশ্বাস (১৫) অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী আছেন। ত্রিনয়নী রাজবাড়ীর পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, কার্তিয়ানী পূজা উপলক্ষে পূজা ও তার খালাতো বোন ত্রিনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসে। এরপর মঙ্গলবার দুজনে মদপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক পূজাকে মৃত ঘোষণা করেন।   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল জানান, পূজাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ত্রিনয়নীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।  লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আরটিভি/এএএ   
নড়াইলে শিশু হত্যায় পাঁচজনের যাবজ্জীবন
নড়াইলের শেষ হলো পাঁচ দিনব্যাপী রাস উৎসব
নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, বৃদ্ধ খুন 
ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচার করতে হবে: রেজাউল করীম
নড়াইলে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
নড়াইল সদর উপজেলার তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।  মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (৩০ অক্টোবর) সকালে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে নুরনবী ও দুলাল নামে দুজনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর প্রামের হান্নান মোল্যার বাড়িতে চারজন চোর হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা টের পান। তার ডাক চিৎকারে গ্রামের আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক কৃষকের গরু চুরির ঘটনা ঘটেছে। অনেক কৃষকের গোয়ালের সব কয়টি গরু চুরি করে নেওয়ার ঘটনাও ঘটেছে। এতে অনেক কৃষক নিঃস্ব হয়ে গেছেন।  তুলরামপুর গ্রামের বখতিয়ার হোসেন বলেন, ‘যশোর-ঢাকা হাইওয়ের পাশে দিয়ে যত বাড়ি আছে সবার বাড়ি থেকেই গরু চুরি হয়েছে। প্রতি রাতেই নছিমনে করে গরু নিয়ে যায় চোরেরা। গ্রামবাসী বেশকিছু দিন ধরে রাত জেগে পাহারা দিয়েও ধরতে পারছে না। আজ রাতে ৩ জনকে ধরে গণপিটুনি দিয়েছে।’ এ ঘটনায় নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, ‘তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/এমকে
১২ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি  
আগামী ১২ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ঢাকায় ব্যাপক আন্দোলনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ‘নড়াইলের সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে একদল শিক্ষার্থী।  মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকার শাহবাগ এলাকায় এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা জানান শিক্ষার্থীরা।  বিক্ষোভ শেষে শাহবাগ চত্বরে বক্তব্য রাখেন ছাত্রনেতা আবদুর রহমান মেহেদী, শাফায়াত উল্লাহ, রাফায়েতুল হক তমাল, তুহিন বিন আব্দুর রাজ্জাক, হাসিবুর রহমান, লামিয়া খাতুন, শাহরিয়ার, কাজী ইয়াজুর রহমান বাবু প্রমুখ। বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন। এতে তিনি শপথ ভঙ্গ করেছেন। আমরা ১২ ডিসেম্বরের মধ্যেই তার পদত্যাগ দাবি করছি। তা না হলে আমরা ঢাকার সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। অফিস-আদালত, দোকানপাট খুলতে দেওয়া হবেনা। এ ছাড়াও কঠিন ও ব্যাপক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার প্রস্তুতি রয়েছে। ১২ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগের লক্ষ্যেই এখন থেকে আন্দোলন অব্যাহত থাকবে।  এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিরুদ্ধেও বিক্ষোভ প্রদর্শন করেন বিপ্লবী ছাত্র-জনতা। আরটিভি/এমকে-টি
নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে বাসের ধাক্কায় হারেজ মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।  নিহত হারেজ মোল্যা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গীলাতলা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হারেজ মোল্যা নামের ওই বৃদ্ধ বাইসাইকেলে করে গীলাতলা থেকে এড়েন্দা এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে তার চালিত বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তবে ঘাতক বাসটি ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।  এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, বসুপুটি এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। আরটিভি/এমকে-টি
নড়াইলে টাস্কফোর্স কমিটির অভিযান, ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা
নড়াইলে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে এক পাইকারি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও ৩ দিনের দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক নড়াইলের রূপগঞ্জ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। বাজার তদারকি অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।  এ সময় ভাউচার সংরক্ষণ না রাখার অপরাধে রূপগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ী মো. সুমন বিশ্বাসকে (৪০) কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯ (১) (ঞ) ধারায় ৫ (পাঁচ) হাজার টাকা জরিমানা ও ৩ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।  এ সময় উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা কমিটির সেক্রেটারি কাজী হাফিজুর রহমান, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য সদস্যরা।  এছাড়াও দোকানের পণ্যের বিক্রির মূল্যে তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্ক ফোর্স কমিটি এবং লাভের নামে সাধারণ মানুষের যেন ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা।   আরটিভি/এএএ
নড়াইলে ঘরে ঢুকে প্রধান শিক্ষককে হত্যা
নড়াইলের লোহাগড়ায় সবিতা রানী বালা (৫৫) নামে এক প্রধান শিক্ষককে ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবিতা রানী বালা লোহাগড়া উপজেলার দৌলতপুর গ্রামের পরিতোস কুমার মন্ডলের স্ত্রী এবং চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। নিহতের স্বামী পরিতোষ কুমার মন্ডল জানান, স্বামী-স্ত্রী তারা দুজন আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। পূজা করার জন্য স্বামী পরিতোষ কুমার মন্ডল রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পায়। বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পাওয়ায় স্বামীর সন্দেহ হলে স্ত্রীর রুমে গিয়ে দেখেন স্ত্রী খুন হয়েছে। এ সময় চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাইরের দরজার লক খুলে ঘরে প্রবেশ করে তাদের উদ্ধার করেন। পরে স্বামী পরিতোষসহ প্রতিবেশীরা বাইরে বের হয়ে দেখতে পাই ঘরের পূর্ব পাশ দিয়ে দুর্বৃত্তরা সিঁধ কেটে (মাটি খুঁড়ে) ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে খুন করেছে। তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার সময় স্বর্ণের একটি বড় চেইন, দুইটি হাতের বালা, একটি আংটি, একজোড়া কানের দুলসহ একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত পৌনে ৪টার দিকে জানতে পারে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। আরটিভি/এমএ/এসএ
ঘুমের মধ্যেই কৃষককে ছোবল দিল বিষধর সাপ, এরপর যা হলো
নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কুটি মিয়া মোল্যা (৫৩) লাহুড়িয়া পশ্চিমপাড়ার মৃত তেজন মোল্যার ছেলে।  জানা গেছে, কুটি মিয়া মোল্যা পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ঘুমের মধ্যে তাকে বিষধর সাপে কামড় দিলে তিনি ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর শনিবার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় কুটি মিয়ার স্বজনরা তাকে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আরটিভি/এএএ/এআর