• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, দুর্ভোগে মানুষ
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় (২৬) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুজন।  মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকাশ একই ইউনিয়নের লক্ষপতিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে। হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম জানান, জমি চাষাবাদ শেষে ট্রাক্টর নিয়ে ফিরছিলেন বিকাশ। মাটির রাস্তা থেকে চাকলাহাট-হাড়িভাসা আঞ্চলিক সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরটি। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়েন বিকাশ ও তার সঙ্গে থাকা দুইজন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন।  পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। আরটিভি/এএএ   
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
বেড়েছে শীতের তীব্রতা, পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া
পঞ্চগড়ে বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত
বিজিবির বিশেষ অভিযান, ২৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার
পঞ্চগড় সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেছেন। এ সময় প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। একই সময় নুরুজ্জামান এসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, পঞ্চগড়ের ১৮ বিজিবির অধীনস্থ মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরো পাড়া এলাকা থেকে কষ্টিপাথরটি উদ্ধার করা হয়।  বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।  বিজিবি জানায়, বিজিবির পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ডোকরোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ তাকে আটক করা হয়।  ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ আরটিভি/এমকে
পঞ্চগড়ে অর্ধকোটি টাকা মূল্যের কোকেন-হেরোইন জব্দ
পঞ্চগড়ে যাত্রীবাহী বাস থেকে প্রায় এক কেজি একশ গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর বাজার মূল্য প্রায় ৫৪ লাখ ৫৫ হাজার টাকা।  মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে এসব মাদক জব্দ করা হয়। তবে, কোকেন এবং হেরোইনের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তেঁতুলিয়া থেকে মাদক আসছে। তাৎক্ষণিক ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নির্দেশনায় সড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।  বাসের লকার/বাংকারে একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি একশত গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর আনুমানিক মূল্য ৫৪ লাখ ৫৫ হাজার ১০০ টাকা নিরূপণ করে। জব্দ করা কোকেন ও হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পঞ্চগড় বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, সীমান্তে চোরাচালান এবং হত্যা রোধে পঞ্চগড় বিজিবি তৎপর রয়েছে। কোনো মাদক কারবারি চক্রের মাধ্যমেও এসব মাদক আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।   আরটিভি/এএএ/এআর
পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার, সেক্রেটারি রাশেদ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন জুলফিকার রহমান এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন রাশেদ ইসলাম। সোমবার (৬ জানুয়ারি) সকালে পঞ্চগড় জেলা জামায়াতের অফিসে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক সভাপতি হিসেবে জুলফিকার রহমানের নাম ঘোষণা করেন। পরে নব মনোনীত সভাপতি অন্যান্য সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারির নাম ঘোষণা করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শহর সভাপতি রেজোয়ান ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, পঞ্চগড় শহর জামায়াতের আমির জয়নাল আবেদীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক। আগামীতে সংগঠনের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি-সেক্রেটারি। জেলা ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি জুলফিকার রহমান পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং সেক্রেটারি রাশেদ ইসলাম পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদ্রাসার কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী। আরটিভি/এমকে
পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ৯ ডিগ্রির ঘরে
হিমালয়ের কোলঘেঁষা দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় গণমাধ্যমকে বলেন, হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা পরিমাণ ছিল ৯৯ শতাংশ।  তিনি আরও বলেন, উত্তরের হিমেল বাতাসে এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এ ছাড়াও গত কয়েক দিন ধরে সকালে ও সন্ধ্যার পর কুয়াশা নামে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। আরটিভি/আইএম/এস
৮ ডিগ্রির ঘরে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত
পঞ্চগড়ের তাপমাত্রা নামল ৮ ডিগ্রির ঘরে। প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকছে। এ কারণে রাতে সড়কগুলোয় ধীরগতিতে যান চলাচল করছে। হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এ অঞ্চলে তাপমাত্রা রের্কড হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২ জানুয়ারি সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের পরিমাণ। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, আজ সকালে তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ, এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ১২-১৩ কিলোমিটার।  আরটিভি/এএএ/এস
৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়
হিমালয়কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকছে। এ কারণে রাতে সড়কগুলোয় ধীরগতিতে যান চলাচল করছে।  শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও শীতল আবহাওয়া অঞ্চলের মানুষকে কাঁপিয়ে তুলছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  সূর্যের দেখা মিলছে, তবে রোদের তাপ নেই। রাতে কুয়াশা জমে থাকে এবং সকাল বেলা সূর্য উঠলেও দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। তীব্র শীতের কারণে শিশু ও বয়স্ক মানুষরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। জিতেন্দ্র নাথ রায় আরও জানান, আজ সকালে তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ, এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ১২-১৩ কিলোমিটার। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে। আরটিভি/এএএ/এস