ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সিঙ্গাপুরে শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ , ০৭:০১ পিএম


loading/img
মুহাম্মদ আজিজ খান

সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় আবারও বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের নাম এসেছে। তিনি বাংলাদেশের বিদ্যুৎ খাতের কোম্পানি সামিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

বিজ্ঞাপন

বুধবার (৭ সেপ্টেম্বর) মার্কিন সাময়িকী ফোর্বসের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

সিঙ্গাপুরের চলতি বছরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খানের অবস্থান ৪২তম। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলার হয়েছে।

বিজ্ঞাপন

আজিজ খান দীর্ঘ এক যুগ ধরে সিঙ্গাপুরে বসবাস করছেন। তার কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত। বর্তমানে এর পরিচালনার দায়িত্বে তার মেয়ে আয়েশা। বাংলাদেশেও এই কোম্পানির ব্যবসা রয়েছে। তবে সিঙ্গাপুরে নিবন্ধিত হওয়ায় এর সম্পদের হিসেব-নিকেশ সেখানেই হয়।

২০১৮ সালে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় প্রথমবার আজিজ খানের নাম আসে। সে বছর এই তালিকায় তার অবস্থান ছিল ৩৪ নম্বরে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |