ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রোমানিয়া ফুড-লিনেক্সের পণ্য মিলবে সিন্দাবাদ ডট কমে

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৮ নভেম্বর ২০১৮ , ০৩:৪৪ পিএম


loading/img

এখন থেকে দেশের স্বনামধন্য বেঙ্গল গ্রুপের অন্যতম তিনটি অঙ্গ প্রতিষ্ঠান রোমানিয়া ফুড, লিনেক্স মোবাইল, লিনেক্স ইলেক্ট্রনিক্সের পণ্য পাওয়া যাবে কেনাকাটার অনলাইন প্ল্যাটফর্ম সিন্দাবাদ ডট কমে।

বিজ্ঞাপন

মঙ্গলবার অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে তিন প্রতিষ্ঠানের এ সংক্রান্ত চুক্তি হয়েছে।

চুক্তি অনুযায়ী সিন্দাবাদ ডট কম তাদের ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে রোমানিয়া ফুড, লিনেক্স মোবাইল ও লিনেক্স ইলেক্ট্রনিক্স এর সব পণ্য ক্রেতাসাধারণের কাছে বিক্রয় করতে পারবে।

বিজ্ঞাপন

রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেঙ্গল গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানগুলোর সিইও কে এম আলী এবং সিন্দাবাদ ডট কম এর সিইও জীশান কিংশুক হক উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন রোমানিয়া ফুড এন্ড বেভারেজ এর সিএসও মো. শফিকুল ইসলাম, লিনেক্স ইলেক্ট্রনিক্স এর সিওও এস এম সালাহ্উদ্দিন, লিনেক্স মোবাইল এর জিএম (অপারেশন) ইঞ্জিঃ নাহিদুল ইসলাম এবং এজিএম মার্কেটিং শাহ্‌ ফয়সাল হোসেন এবং সিন্দাবাদ ডট কম এর ভি পি নিরাজ আরুনসহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আনুষ্ঠানিক শুভযাত্রা উপলক্ষে ক্রেতাদের জন্য রোমানিয়া ফুড, লিনেক্স মোবাইল ও লিনেক্স ইলেক্ট্রনিক্স এর পক্ষ থেকে আকর্ষণীয় অফার দেয়া হচ্ছে।

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |