ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত খেলা দেখানো বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন নগদ-এর হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল।
নগদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয়, অনিবার্য কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। প্রথম সেমিফাইনাল থেকে যথারীতি খেলা প্রদর্শিত হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
এদিকে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে খেলা দেখতে বহিরাগতদের ক্যাম্পাসে না আসার আহ্বান জানায়।