ঢাকাসোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

রাবি উদীচীর সভাপতি ড. গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক রায়হান 

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ১০:৪০ পিএম


loading/img
ছবি : আরটিভি

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ড. গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে রায়হান ইসলাম মনোনীত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) বর্ণাঢ্য আয়োজনে ২০তম সম্মেলন উদযাপন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ কমিটি ঘোষণা করা হয়। 

১৯ সদস্য বিশিষ্ট এই কমিটির সহসভাপতি হিসেবে আছেন নবনীতা রায়, সৌরভ কুমার সূত্রধর ও মাহবুবুর রহমান; সহসাধারণ সম্পাদক হৈমন্তী রায় ও সঞ্চিতা সরকার নীলাঞ্জনা, কোষাধ্যক্ষ শর্মিলী রাণী মাহাতো, সম্পাদক মন্ডলির সদস্য ফারাহ তাসফিয়া নাইসা, সূচনা দত্ত, তাহফিম হাসান মেহেদী, সাদিয়া শবনম ইমো। সদস্য হিসেবে রয়েছেন- পূর্ণজিতা মজুমদার, তনুশ্রী দে, মৌমিতা হক মেঘা, অর্ণব গোপ ও তানভীর আহমেদ। এছাড়া নতুন কমিটির নেতৃবৃন্দ পরবর্তীতে আরও দুইজন সদস্য যুক্ত করবেন। 

বিজ্ঞাপন

এর আগে, এদিন সকাল সাড়ে ৮টায় উদীচী শিল্পীগোষ্ঠী বিশ্ববিদ্যালয় সংসদের ২০তম সম্মেলন রাকসু ভবনের সামনে উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন উদীচী কর্মীরা। বেলা ১১টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে বিশ্ববিদ্যালয় সংসদের বিগত কমিটির সভাপতি ড. গোলাম সারওয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, কেন্দ্রীয় উদীচীর সদস্য শিল্পী আক্তার ও রুমি প্রভা। অধিবেশন শেষে বেলা ২টায় দুই বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |