ঢাকাসোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ডিএনসিসিতে সেই তাবিথই বিএনপির ভরসা

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭ , ১০:১৬ পিএম


loading/img

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বিএনপির ভরসা থাকছে সেই তাবিথ আওয়ালের ওপরেই। এ নিয়ে প্রস্তুতিও নিয়েছে দলটি।

বিজ্ঞাপন

যদিও আইনি জটিলতা কাটিয়ে ডিএনসিসির নির্বাচন হবে কিনা তা নিয়ে এখনো নিশ্চিত নয় বিএনপি। এ জন্য তাদের মধ্যে প্রকাশ্যে তৎপরতাও নেই। 

বিএনপি সূত্রগুলো বলছে, নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করলে এবং সরকারি দল আওয়ামী লীগের তৎপরতা দেখে বিএনপি তাদের নির্বাচনসংক্রান্ত তৎপরতা শুরু করবে। অতীতে বিএনপি সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। ডিএনসিসির নির্বাচনেও অংশ নেবে। আর গেলো নির্বাচনের প্রার্থী তাবিথ আউয়াল এবারও মূল বিবেচনায়। তাকে ঘিরেই সব ভরসার জাল বুনছে বিএনপি।

বিজ্ঞাপন

২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হক ৪ লাখ ৬০ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। এ সময় ভোট বর্জনের ঘোষণা দিলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন বিএনপির তাবিথ আউয়াল। তিনি পেয়েছিলেন ৩ লাখ ২৫ হাজার ভোট।  

গেলো ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আনিসুল হক মারা যান। এরপর ৪ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। এর ফলে ৯০ দিনের মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা তৈরি হয়েছে।

এ বিষয়ে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কে প্রার্থী হচ্ছেন, এটা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শিগগিরই জানানো হবে। কিছু আইনি জটিলতা আছে, তবে সেটা নির্বাচন কমিশন দেখবে। নির্বাচনের সব প্রস্তুতিই বিএনপির আছে। এ নিয়ে বিএনপিতে কোনো সংকট নেই।

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |