রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কেন্দ্রে ভোট দিতে আসছেন প্রতিবন্ধীরা। তাদেরই একজন আব্দুস সালাম সিলু (৪০) ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বুধবার (২১ জুন) নগরীর নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মালদা কলোনির আটকশি হাইস্কুল কেন্দ্রে ভোট তিনি।
জানা গেছে, বুধবার সকালে ভোটগ্রহণের কিছুক্ষণ পর বৃদ্ধ মা তার প্রতিবন্ধী ছেলে আব্দুস সালাম সিলুকে নিয়ে কেন্দ্রে আসেন। এ সময় সঙ্গে ছিলেন সিলুর বোন রোকেয়া বেগম (৪৫)। কিন্তু ভবনের তৃতীয় তলায় ভোটের কক্ষ হওয়ায় বিপাকে পড়েন তারা। এ সময় ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র ত্যাগ করছিলেন। পরে সংবাদ পেয়ে সহযোগিতা করতে এগিয়ে আসেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এ সময় তাদের সহযোগিতায় দীর্ঘ লাইনের ভিড় ঠেলে তিন তলায় উঠে ভোট দেন আব্দুস সালাম সিলু।
সিলুর বোন রোকেয়া বেগম জানান, আমার ছোট ভাই জন্মগত প্রতিবন্ধী। ভাইয়ের একমাত্র ভরসা হুইল চেয়ারই। বুধবার সকালে মা ও ভাইকে নিয়ে ভোট দিতে এসেছি। তিন তলায় উঠতে হবে দেখে আমি ও মা ভোট দিয়ে দিয়েছি। হুইলচেয়ারে করে ভাইকে তিন তলায় উঠা অনেক কষ্টের, আমাদের জন্য তো অসম্ভব ছিল। তাই ভোট না দিয়েই তাকে নিয়ে বাসায় ফিরিয়ে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত আনসার সদস্যরা সহযোগিতা করেছেন। প্রশাসন না থাকলে আমার ভাই ভোটই দিতে পারতো না।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল)।
এদিকে ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটারের এই নগরীতে মোট ভোটার রয়েছে তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন। তবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভোটার ৬ জন। এবার নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।