মডেল লরেনের আত্মহত্যা
দেশীয় শোবিজের তরুণ মডেল-অভিনেত্রী লরেন মেন্ডেস আত্মহত্যা করেছেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, আজ রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে লরেনের আত্মঘাতী হওয়ার কারণ এখনো জানা যায়নি।
অথচ গত ২৬ আগস্টও একটি নাটকের শুটিং করেছিলেন তিনি।
‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন মেন্ডেস। এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি।
তপু খান ও কণার ‘ঘোর’ নামে একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন লরেন। তার অভিনীত ‘তোমার পিছু ছাড়বো না’ গানটি আলোচিত হয়।
এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমর প্রেম’-এ কাজ করেছিলেন লরেন। সবশেষ সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। গত ২৬ আগস্ট অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাটকের শুটিং করেছিলেন লরেন।
আরও পড়ুন: মডেল লরেনের আত্মহত্যার কারণ
এম
মন্তব্য করুন