• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

নোরা ফাতেহিকে অশালীন স্পর্শ নিয়ে যা বললেন ডান্স মাস্টার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২০, ১৭:৫৪
Nora Fatehi Terrence Lewis
নোরা ফাতেহি ও টেরেন্স লুইস

রিয়েলিটি শোয়ের মঞ্চে সহ বিচারক, তথা নৃত্যশিল্পী নোরা ফাতেহির শরীরে অশালীন স্পর্শ করছেন ডান্স মাস্টার টেরেন্স লুইস! সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তাতে সমালোচনার ঝড় ওঠে, শোরগোল পড়ে যায়। অনেকেই বলছেন এই স্পর্শ ইচ্ছাকৃত। তবে এবার এ বিষয়টি নিয়ে মুখ খুললেন ডান্স মাস্টার টেরেন্স লুইস।

টেরেন্স লুইস জানান, তিনি অভিনেত্রীকে শ্রদ্ধা করেন। যদি ভিডিও ক্লিপ সত্যি হয়, তাহলে নোরা কেন সঙ্গে সঙ্গে কিছু বলেননি। আমি সারা জীবন মহিলাদের সম্মান করেছি। এধরনের কাজ কখনও করিনি।

উল্লেখ্য, এর আগে তার দিকে অশালীন ব্যবহারের অভিযোগ ওঠার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন টেরেন্স লুইস। নোরা ফতেহি তাতে কমেন্টও করেছিলেন।

অন্যদিকে ওই ডান্স রিয়েলিটি শো-তে ইতোমধ্যেই নোরার জায়গায় ফিরেছেন মালাইকা অরোরা। মালাইকা করোনা আক্রান্ত হওয়ার পর তার জায়গায় ওই শো-তে বিচারকের আসনে বসেছিলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা।

সূত্র- জিনিউজ

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবানল থেকে প্রাণে বেঁচে যা বললেন নোরা ফাতেহি
যে কারণে ‘দিলবার’ গানের সঙ্গে নাচতে নারাজ ছিলেন নোরা
চার-পাঁচ বছর পাগলের মতো কেটেছে: নোরা ফাতেহি
ক্ষমা চাইলেন নোরা ফাতেহি