ঈদ মানেই সিনেমা হলগুলোতে উৎসবের আমেজ, জমজমাট অবস্থা। আসন্ন ঈদে ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমা হতে যাচ্ছে ‘অন্তরাত্মা’। বর্তমানে সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
জানা গেছে, গতকাল শনিবার (৬ মার্চ) থেকে পাবনার এক রিসোর্টে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সেখানে টানা তিন সপ্তাহ (২১ দিন) শুটিং করতে হবে এই নায়ককে।
ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার চিত্রনায়িকা দর্শনা বণিক। আগামীকাল সোমবার (৮ মার্চ) থেকে শুটিংয়ে অংশ নেবেন দর্শনা।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘অন্তরাত্মা’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সত্তা’ সিনেমায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের সঙ্গে জুটি বেঁধেছিলেন শাকিব। যেটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। প্রায় পাঁচ বছর পর আবারও শাকিব খানকে নিয়ে কাজ করছেন সোহানী হোসেন।
এনএস