ঘাসফুল শিবির ছেড়ে যেতে পারেন পদ্মশিবিরে এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো নায়ক ও ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নিয়ে। সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজ দলের প্রচারণায় মাঠে নামলেন এই সুপারস্টার।
আসছে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর কাঁথির তৃণমূল প্রার্থীর প্রচারে সামিল হলেন দেব।
রোববার (১৪ মার্চ) উত্তর কাঁথির তৃণমূল প্রার্থী তরুণ জানার সমর্থনে প্রচারে যান এই নায়ক ও এমপি। এ সময় তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন।
আরও পড়ুন...
নিক-প্রিয়াঙ্কার চুমুর ভিডিও ভাইরাল
দেব বলেন, মমতা ব্যানার্জী ১০ বছরে যা করেছেন, এমনটা অন্য কোনো রাজ্যে হয়নি। কোনোদিন সম্ভবও নয়। ইতিমধ্যেই মমতা ব্যানার্জীর সোনার বাংলা তৈরি করেছেন বলে দাবি করেন সাংসদ।
ভারতীয় গণমাধ্যমের খবর, এদিন কাঁথি উত্তর কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় যান দেব। ভোট চান এলাকাবাসীর কাছে। সুবিধা অসুবিধার কথা জিজ্ঞেস করেন।
এর আগে তৃণমূল বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেও সেখানে দেখা যায়নি এই তারকা সাংসদকে। তাই গুঞ্জন ছড়িয়ে পরে বিজেপিতে যোগ দিচ্ছেন দেব।
তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন দেব। তিনি জানিয়েছিলেন, আমার কানেও খবরটা এসেছে। আসলে এটা ইচ্ছা করে রটানো হচ্ছে। আমার তেমন কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। দিদি (মমতা ব্যানার্জী) আমার জন্য করেছেন, আমায় যে সম্মান দিয়েছেন, তাতেই আমি খুশি।
আরও পড়ুন...
নিষিদ্ধ সিনেমা মেকআপ'র ট্রেলার প্রকাশ (ভিডিও)
এম