ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

দেবকে মারতে তেড়ে গেলো রুক্মিণীর পরিবারের সদস্য! (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ মে ২০২১ , ০৯:২২ পিএম


loading/img
রুক্মিণীর সঙ্গে দেব

পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক ও সাংসদ দেবের সঙ্গে অভিনেত্রী রুক্মিণীর প্রেমের খবর সকলের জানা। প্রকাশ্যে নিজেদের প্রেমের জানান দিলেও এখনও সাত পাঁকে বাঁধা পড়েননি এই জুটি। এরইমধ্যে প্রকাশ্যে এলো আরেক খবর। নায়িকার পরিবারের এক সদস্য দেবকে মারতে তেড়ে এসেছিলেন, সেই ভিডিও দেব নিজেই শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে দেবের শেয়ার করা সেই ভিডিওটি দেখলে অবশ্য সবার জল্পনা দূর হয়ে যাবে। সেখানে দেখা যায়- রুক্মিণীর বড় ভাইয়ের মেয়ে ছবি আঁকতে বসেছিলেন। আর তাকে বিরক্ত করছিলেন দেব। পিচ্চি মেয়েটির রং কেড়ে নিতেই চিৎকার করে কেঁদে ওঠে মেয়েটি। তখনই নিজের সামনে থাকা খাতা হাতে নিয়ে দেবকে মারতে তেড়ে যায়। তখন মজা করে দেব বলেন, ‘এ কী! কী করছ? তোমার শিক্ষক-শি‌ক্ষিকারা কী দেখবেন? বই-খাতা দিয়ে মানুষকে মারো তুমি?’

এদিকে ভিডিও দেখে প্রতিক্রিয়া না জানিয়ে থাকতে পারেননি রুক্মিণী এবং তার মা। রুক্মিণী 'ওহো' লিখে চোখ বন্ধ করা কার্টুনের ইমোজি দিয়েছেন। অন্যদিকে তার মা দেব ও নাতনীর কাণ্ড দেখে ভালোবাসা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |