টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে চিত্রগ্রাহক তথাগত ঘোষের সম্পর্কের গুঞ্জন শোনা গেলো বিচ্ছেদের কাহিনিও কারও কাছে অজানা নয়। সেই চিত্রগ্রাহকের সঙ্গে এবার রাইমা সেনের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। মূলত ইনস্টাগ্রামে তথাগত ঘোষের ছবি ও ক্যাপশনই নতুন সম্পর্কের আভাস পাওয়া যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বুধবার রাইমা সেনের একটি ছবি পোস্ট করেন তথাগত। ছবিতে দেখা যায়, সাদা রঙের অন্তর্বাস ও সাদা টি-শার্ট পরে বসে রয়েছেন রাইমা। এ ছবির ফটোগ্রাফার তথাগত। ক্যাপশন লিখেছেন, মেয়েটি যখন বাস্তব দুনিয়া থেকে পালাতে চায়, তখন আমার দিবাস্বপ্নে ধরা দেয়। এরপর নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কী তথাগতের স্বপ্নের নায়িকা রাইমা?
এর আগে, গত ১৫ মে রাইমার একাধিক ছবি তুলেন তথাগত। সে কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তার সেসব খোলামেলা পোশাকের ছবি নিয়ে নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়েছিল। এমনকি এ রকম কথাও উঠেছিল, ‘সব মজা তো তথাগত স্যারের।' তাদের দুজনের সম্পর্ক নিয়ে অশ্লীল মন্তব্য করতেও ছাড়েননি নেটিজেনরা। তাদের একটাই প্রশ্ন- তথাগতর সঙ্গে রাইমা সেনের কী সম্পর্ক?
এমআই