সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এবার বলিউডের সিনেমাতে কাজ করতে যাচ্ছেন তিনি।
বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী রানী মুখার্জী নিজের ৪৩তম জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ শিরোনামে যে সিনেমার ঘোষণা দিয়েছিলেন, সেই সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন অনির্বাণ।
এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন অশিমা চিবার। তবে এমন উল্লসিত খবরেও মুখ বন্ধ রেখেছেন অনির্বাণ ভট্টাচার্য।
জানা গেছে, ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ সিনেমা দিয়েই রানী মুখার্জী তার অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করবেন।
মঞ্চ অভিনয় থেকে সিনেমায় নাম লিখেই জনপ্রিয়তা পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তিনি ঈগলের চোখ, শাহজাহান রিজেন্সি, দ্বিতীয় পুরুষ, ডিটেকটিভসহ অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
এম