ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ওটিটি মানেই এখন ধান্দাবাজি : নওয়াজউদ্দিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩১ অক্টোবর ২০২১ , ০১:২৪ পিএম


loading/img
নওয়াজউদ্দিন সিদ্দিকী

‘ওটিটি প্ল্যাটফর্মগুলো বর্তমানে আবর্জনার স্তূপ হয়ে উঠেছে। প্রতিদিন হয় এমন কোনো শো মুক্তি পাচ্ছে, যা একেবারে দেখার অযোগ্য নাহলে পুরনো কোনো ওয়েব সিরিজের সিক্যুয়েল রিলিজ করছে, যেগুলোতে নতুন করে দেখার মতো আর কিছু থাকেই না’ এমনটিই জানিয়েছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

বিজ্ঞাপন

ভারতে ওটিটিতে যারা রাজত্ব করছেন তার প্রথম সারিতেই আছেন এই অভিনেতা। অথচ, তিনিই এবার ওটিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তার মতে, ওটিটি প্ল্যাটফর্মগুলো এখন অসহ্য হয়ে উঠেছে।

নওয়াজউদ্দিন সিদ্দিকীর ভাষ্য, ‘আমি যখন নেটফ্লিক্সের জন্য সেক্রেড গেমস করি, তখন ডিজিটাল মাধ্যম নিয়ে চারদিকে একটা উত্তেজনা ছিল। নতুন ট্যালেন্টদের সুযোগ দেওয়া হতো। এখন তো সেই তরতাজা ব্যাপারটাই হারিয়ে গেছে। বড় প্রযোজনা সংস্থাগুলো আর অভিনেতাদের জন্য শুধুমাত্র একটা ধান্দায় পরিণত হয়েছে। যারা কিনা নামেই শুধুমাত্র ‘স্টার’। সিংহভাগ বলিউড প্রযোজনা সংস্থা ইন্ডাস্ট্রির ভালো খেলোয়ারদের সঙ্গে ব্যবসায় মেতেছে। বড় অঙ্কের টাকা দেওয়া হচ্ছে গুচ্ছ কন্টেন্ট তৈরি করার জন্য। আর এই সংখ্যার কাছেই হার মেনেছে গুণগত মান।’

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে বড়পর্দার জন্য রীতিমতো উদ্বিগ্ন এই অভিনেতা। তিনি জানান, ‘ওটিটি প্ল্যাটফর্মগুলোর জন্যই বড়পর্দার আবেগ হারিয়ে যাচ্ছে। একসময় তারকারা রাজ করত, আর এখন শুধুমাত্র যারা নামেই স্টার, তাদের দৌড়াত্ম্য। তারা আবার বলিউডের প্রথম সারির তারকাদের মতো নাটুকেপনা দেখায়।’

এনএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |