ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ক্রিকেটার নাসিরের মতো স্বামী চান না সুবাহ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ নভেম্বর ২০২১ , ০৬:৫০ পিএম


loading/img

জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে বিতর্কের শেষ নেই। সময়ে-অসময়ে নানান বিতর্কের শিকার হয়েছেন সাবেক এই অল-রাউন্ডার। বেশির ভাগ সময়েই হয়েছেন নারীঘটিত ব্যাপারে। বিয়ে-প্রেম তার নামের সঙ্গে খুবই আলোচিত বিষয়।

বিজ্ঞাপন

মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সঙ্গে ক্রিকেটার নাসিরের আলোচিত প্রেমের ইতি ঘটেছে আগেই। বিচ্ছেদ ভুলে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির। তবে প্রথম স্বামীকে তালাক না দিয়েই এই ক্রিকেটারের সঙ্গে ঘর বাঁধেন তিনি। এদিকে তামিমার আগের স্বামী মামলা করেছেন। সেই মামলার কারণে আদালতে দৌড়াতে হচ্ছে নাসিরকে। সাবেক প্রেমিকের এমন অবস্থা দেখে দুঃখ পান সুবাহ।

ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ‘তোমাকে (নাসির) এভাবে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগছে। এখনও তোমার জন্য তোমার নাম জড়িয়ে অনেকেই কমেন্ট করে তোমার নাম লিখে। অথচ, তুমি এখন অন্য কাউকে নিয়ে আছ! তোমার সঙ্গে যত কিছুই হোক না, একদিনের জন্য হলেও তো তোমাকে ভালোবেসেছিলাম। তাই যখন দেখি তোমার ক্যারিয়ার নিয়ে তোমার চিন্তাভাবনা নেই, উল্টা এইসব নিয়ে দৌড়াচ্ছ তা দেখে খুবই দুঃখ পাই।’

বিজ্ঞাপন

নিজের বিয়ে প্রসঙ্গে সুবাহ লিখেছেন, ‘হয়তো দু-তিন বছরের মধ্যে বিয়ে করে ফেলব আর অবশ্যই তোমার মতো আমার হাজব্যান্ড হবে না। তোমার থেকে অবশ্যই ভালোই হবে হয়তো টাকা কম থাকতে পারে তার! আমার জন্য তুমি দোয়া করো। তোমার জন্য শুভকামনা রইল। আশা করি সবকিছু বাদ দিয়ে আবার নতুন করে জাতীয় দলে ফিরে আসবে। ভালো থেকো সবসময়।’

ফেসবুক লাইভে সুবাহ আগেই জানিয়েছিলেন, ‘২০১৮ সালে নাসিরের সঙ্গে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন ২০২১ সাল। সাত দিনে মানুষ মরে ভূত হয়ে যায়, আর আপনারা তিন বছর এক জিনিস মনে রাখছেন! এর মধ্যে আমি মিডিয়ায় আসলাম, সিনেমা করলাম, গান গাইলাম- এসব তো কেউ দেখেন না। এসব নিয়ে কথা বলেন না। এমনও তো হতে পারে আমি নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে ভালো আছি ভাই…। কী জন্য আপনারা শুধু নাসির নাসির করেন? নাসির বিয়ে করেছে ভালো কথা। আমি জানি ও বিয়ে করবে, তো? করতেই পারে। দুইদিন পর আমিও করব।’

প্রসঙ্গত, ২০১৮ সালে সুবাহর একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি নাসিরের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। সেই ঘটনার পর ব্যাপক পরিচিত পান সুবাহ। সিনেমায় গান করতে এসে নায়িকা হয়ে গিয়েছেন। রীতিমতো চারটি ছবিতে অভিনয়ও করে ফেলেছেন। যদিও কোনোটিই এখনও মুক্তি পায়নি।

বিজ্ঞাপন

এনএস/টিআই
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |