ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

তালেবান : আফগানিস্তানে টিভি নাটকে কোনো অভিনেত্রী থাকবে না

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ নভেম্বর ২০২১ , ১১:৫৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

গত রোববার (২১ নভেম্বর) তালেবান একটি ধর্মীয় নির্দেশিকা জারি করেছে আফগানিস্তানে। সেখানে বলা হয়েছে, টিভি সিরিয়াল বা নাটকে কোনো অভিনেত্রী থাকতে পারবেন না। অভিনেতার উন্মুক্ত কাঁধের ছবিও দেখানো যাবে না। এই নীতিনির্দেশিকা জারি করেছে প্রমোশন অফ ভার্চু ও প্রিভেনশন অফ ভাইস মন্ত্রণালয়। নির্দেশিকাতে এটাও বলা হয়েছে, মহানবী(সা.)-কে কোনোভাবে চিত্রিত করা যাবে না।

বিজ্ঞাপন

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তালেবান অবশ্য বলেছিল যে, তারা এবার মধ্যপন্থা অনুসরণ করবে। আগেরবারের থেকে অনেক বেশি নমনীয় থাকবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসলাম বা আফগান মূল্যবোধের বিরোধী কিছু দেখানো যাবে না। মুসলিম নারী সাংবাদিকরা টিভি-র সামনে এলে তাদের অবশ্যই হিজাব পরতে হবে। পুরুষদের শরীরের বিবরণ দেওয়া যাবে না, অনাবৃত কাঁধ দেখানো যাবে না। নারীদের কোনো সিরিয়াল বা নাটকে রাখা যাবে না।

বিজ্ঞাপন

তালেবান দখল নেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে আফগানিস্তান৷ দোকান, অফিস-আদালত খুলছে৷ তবে কোনো জায়গাতেই নারীদের তেমন দেখা যায় না৷ ছবির এই রেস্তোরাঁতেও খেতে আসা সবাই পুরুষ৷

মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদসংস্থা এএফপি-কে বলেছেন, এটা নিয়ম নয়, ধর্মীয় নির্দেশিকা মাত্র। তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, এই নির্দেশিকা মানা বধ্যতামূলক নয় আবার অমান্যও করা যাবে না। এগুলো আমাদের প্রস্তাব। প্রচারের সময় এগুলো মাথায় রাখতে হবে।

এ বছরের আগস্ট আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসে। প্রায় বিশ বছর আগে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনী তাদের ক্ষমতাচ্যুত করেছিল। সে সময় তালেবান টিভি, সিনেমা ও অন্য প্রায় সব ধরনের মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সে সময় শুধু চালু ছিল 'ভয়েস অফ শরিয়া' নামে একটি রেডিও চ্যানেল।

বিজ্ঞাপন

আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে৷ এরপর তারা জানিয়ে দেয়, মেয়েদের হয়ত খেলাধুলা করার অনুমতি দেওয়া হবে না, কারণ, তারা মনে করে এটি ‘প্রয়োজনীয় নয়’৷ এবং মেয়েরা তাদের মুখ ও শরীর ঢাকা রাখবে না৷ তাই সে দেশের যুব নারী দলের ফুটবলারদের কয়েকজন পরিবারসহ ১৯ সেপ্টেম্বর পর্তুগালে পৌঁছেছেন৷ মোট ৮০ জন পর্তুগাল গেছেন৷ তাদের মধ্যে বাচ্চাও আছে৷ পর্তুগাল তাদের আশ্রয় দিয়েছে৷

গত দুই দশক ধরে তুলনামূলকভাবে সংবাদমাধ্যমগুলো স্বাধীনতা পায়। প্রচুর স্থানীয় টিভি নেটওয়ার্ক চালু হয়। তারা গানের প্রতিযোগিতা, তুরস্ক ও ভারতের সোপ অপেরাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখাতে থাকে।

কেইউ

সূত্র: ডিডাব্লিউ, এএফপি, ইএফই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |