ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

‘গাঙ্গুবাই’ সিনেমার গানে জমিয়ে নাচলেন বাঙালি অভিনেত্রী (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ , ১২:৩২ পিএম


loading/img

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ছোট পর্দায় তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে চলচ্চিত্রেও দেখা যাচ্ছে তাকে। বিশেষ করে ‘প্রাক্তন’ ছবিতে তার সাবলীল অভিনয় দর্শকমন ছুঁয়ে গেছে।

বিজ্ঞাপন

সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এ অভিনয় করছেন অপরাজিতা। সেই নাটকের শুটিংয়ের ফাঁকেই সহ-অভিনেত্রীদের নিয়ে জমিয়ে নেচেছেন তিনি। সেই মুহূর্তের রিল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটজনতাকে দেখার সুযোগ করে দিয়েছেন। তার এমন নাচ দেখে নেটাগরিকদের চোখ ছানাবড়া।

গেল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মুক্তি পাওয়া সঞ্জয়লীলা বানসালির বহুল আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির ‘ঢোলিড়া’ গানে অপরাজিতা ও তার সঙ্গীদের নাচতে দেখা গেছে। গুজরাটের গরবা নাচে কোমর দুলিয়ে বানানো সেই রিল ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘সুপারস্টার লক্ষ্মী কাকিমার সংসারে সবাই রকস্টার।’ 

বিজ্ঞাপন

এ ছাড়াও একই দিনে সেই সঙ্গীদের নিয়ে গুরু দত্ত পরিচালিত ‘আর পার’ সিনেমার ‘কভি আর কভি পার…’ গানের রিমেক ভার্সনে নেচেছেন অপরাজিতা।

সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার এমন কাণ্ড এবারই প্রথম নয়। গেল দুর্গা পূজায় নবমীতে মণ্ডপে গিয়ে ঢাক বাজিয়ে মাতিয়ে দিয়েছিলেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। সে সময় তার ঢাকের তালে মাত হয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে অটোবায়োগ্রাফিক্যাল সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে সিনেমাটি। এক মাফিয়া কুইনের জীবনের গল্পে নির্মিত সিনেমাটি ভারতের সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

‘ঢোলিড়া’ গানে অপরাজিতার নাচ দেখতে এখানে ক্লিক করুন

‘কভি আর কভি পার…’ গানে নাচ দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |