ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। বর্তমানে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরেই লিভ ইন সম্পর্কে আছেন তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে রণজয় বলেন, ‘এই সম্পর্ককে সেমি-লিভ ইন বলা যায়। কখনও ও (সোহিনী) আমার বাড়িতে চলে আসে, কখনও আমি ওর বাড়িতে চলে যাই। কখনও যে যার মতো থাকি। আর আমাদের পরিবারও এ ব্যাপারে খুব উদার মানসিকতার। আমরা একে অন্যকে পছন্দ করি, একসঙ্গে চলতে চাই, সেটাকে তারা সম্মান করে।’
বিয়ের সিদ্ধান্তের বিষয়ে এ অভিনেতার ভাষ্য, ‘আমাদের সম্পর্কের প্রায় তিন বছর হয়ে গেল। নিজেদের মধ্যে বিয়ের প্ল্যানিং চলছে। সবকিছু ঠিক করে দিনটা জানাব।’
সাদামাটাভাবে বিয়ের ইচ্ছা পোষণ করে তিনি বলেন, ‘বিয়েতে আমরা খুব জমকালো কিছু করব না। সাদামাটাভাবেই বিয়ের আয়োজন সারতে চাই।’
রণজয় যোগ করেন, ‘আসলে আমরা (রণজয়-সোহিনী) খুব সিম্পল। স্টার হয়ে দূর আকাশের নক্ষত্র হতে চাই না, মানুষের মাঝে মাটির কাছাকাছি থাকতে চাই। যে মানুষদের জন্য আমাদের কাজ, তাদের সঙ্গে জুড়ে থাকতে ভালোবাসি। আমার চেয়েও সোহিনীর পরিচিতি বেশি। কিন্তু তবুও আমরা খুব সাধারণভাবে থাকি। কখনও রিকশা করে ঘুরতে বেরিয়ে পড়ি। আর ঠিক এভাবেই আমরা বাঁচতে চাই।’
প্রসঙ্গত, রণজয়-সোহিনীর বন্ধুত্বের শুরু ২০১৩ সালে। দার্জিলিংয়ের রাস্তায় বিছুটি পাতা দিয়ে নায়িকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন রণজয়। সেখানে শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন সোহিনী। তখন তার পুরো দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছিলেন রণজয়। আর এ কারণেই তাকে না ভালোবেসে থাকতে পারেননি এই নায়িকা।
সূত্র: আনন্দবাজার