আজ বৃহস্পতিবার, ৫ মে ২০২২, বাংলা ২২ বৈশাখ, ১৪২৯। একনজরে জেনে নিন আরটিভির আজকের ঈদ আয়োজন—
২টা ১০ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ওয়েব ফিল্মে ‘আনন্দী’। পরিচালনায় মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার। অভিনয়ে রোশান, তমা মীর্জা, সুষমা সরকার, ইকবাল, প্রমুখ।
৫ টা ২০ মিনিটে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আইরে নাচাইরে’। শিল্পী সিনথিয়া, মীম, মন্দিরা, সামিয়া অথৈ। প্রযোজক উজ্জল রহমান
৬ টা ০৩ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বড় মিয়া ছোট মিয়া’। রচনা সেজান নূর। গল্প ও পরিচালনা শামীম জামান। অভিনয় করেছেন সারিকা, আখম হাসান, শামীম জামান, জুই করিম, রাশেদ মাসুম অপু, তারিক স্বপন, চিত্রলেখা গুহ, শামীম, শেলী আহসান প্রমূখ।
৭টা ০৫মিনিটে একক নাটক ‘প্রিয় খেয়ালে’। রচনা মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর, বাশার বাপ্পি প্রমুখ।
৮টায় একক নাটক ‘সুইটি আই লাভ ইউ’। রচনা ও পরিচালনা মোহাম্মদ মিফতাহ্ আনান। অভিনয়ে তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ।
৯ টা ১০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘৫ টন’। রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, শায়লা সাবি, আব্দুল্লাহ রানা, রাশেদ মামুন অপু, হিন্দোল রায়, পারসা ইভানা প্রমূখ।
৯ টা ৩০ মিনিটে একক নাটক ‘মারিয়া ওয়ান পিস’। রচনা ও পরিচালনা সাজিন আহমেদ বাবু। অভিনয়ে ঋষি কৌশিক, সাবরিনা পড়শী প্রমুখ।
১১ টা ৫ মিনিটে একক নাটক ‘গোলাপজান’। রচনা জুয়েল এলিন ও পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, রাশেদা চৌধুরী, নরেশ ভূইয়া প্রমুখ।
১১ টা ৫৫ মিনিটে সরাসরি সংগীতানুষ্ঠান ‘কালার্স অফ ফোক’ পর্ব লালনগীতি। সম্ভাব্য শিল্পী শফি মন্ডল, জেসি মোশাররফ, রিয়া রায়। প্রযোজক সোহাগ মাসুদ।
১২ টায় নিউজ টপটেন।