ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

গর্ভেই সন্তান হারালেন ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ মে ২০২২ , ০২:১০ পিএম


loading/img

গত মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন মার্কিন গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী ব্রিটনি স্পিয়ার্স।  মাস পেরুতে না পেরুতেই দুঃসংবাদ জানালেন তিনি। গর্ভেই সন্তান হারিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই গায়িকা।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মে) ইনস্টাগ্রামে এক পোস্টে অনাগত সন্তান হারানোর খবর দেন ব্রিটনি।

ওই পোস্টে বলা হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করছি যে, প্রেগন্যান্সির শুরুতেই আমরা আমাদের সন্তানকে হারিয়ে ফেলেছি। যেকোনো মা-বাবার কাছেই এটি একটি হৃদয়বিদারক ঘটনা। মা হওয়ার খবরটি জানাতে আমরা একটু বেশি তাড়াহুড়া করে ফেলেছিলাম, আরও একটু সময় অপেক্ষা করা উচিত ছিল। পরস্পরের প্রতি আমাদের ভালোবাসাই এখন সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে নিজেদের পরিবার বড় করার চেষ্টা করব।‘

বিজ্ঞাপন

ব্যক্তিজীবনে দুইবার বিয়ে করেন ব্রিটনি। ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জ‌্যাসন আলেকজান্ডারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। একই বছর নৃত‌্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। ওই সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। কিন্তু ২০০৭ সালে কেভিনের সঙ্গেও দাম্পত্যের ইতি টানেন এই গায়িকা।

পরবর্তীতে ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স‌্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। পেশায় অভিনেতা স্যামের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে স্যামের সঙ্গে বাগদান সারেন তিনি।

সূত্র: বিবিসি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |