গ্রামবাংলার মানুষের মনে ফুটবল কতটা আবেগ, কতটা ভালোবাসার জায়গা জুড়ে আছে - সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর হাই স্কুল মাঠের এই জনসমুদ্র না দেখলে বিশ্বাস করা যাবে না।
নুরনগর মার্সেল ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সোমবার (১৩ জুন) জমজমাট ফাইনাল খেলায় উত্তাল জনসমুদ্র প্রমাণ করেছে। ফুটবলের নান্দনিকতা আর কারুকার্যে পাগল বাংলার আপামর জনসাধারণ। আকর্ষণীয় ফাইনালে কাইতলা ফুটবল একাদশ নবীনগর পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এতে আরও উপস্থিত ছিলেন মার্সেল ইলেকট্রনিক্স এর ডিরেক্টর এমদাদুল হক সরকার।
টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মার্সেল মার্সেল ইলেকট্রনিক্স এর ডিরেক্টর।
প্রতিবারের মতো এবারও এই খেলার ধারাভাষ্যকার ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কার্ডিওলজিস্ট বিভাগের কনসালটেন্ট মোহাম্মদ আবদুল মতিন। হাজারো মানুষ মুগ্ধ হয়ে খেলাটি উপভোগ করেন।