ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আলিয়ার মা হওয়ার খবরে কেন কেঁদেছেন, জানালেন করন জোহর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ জুলাই ২০২২ , ১০:০২ এএম


loading/img

বিয়ের তিন মাস না পেরুতেই সুখবর দিয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। তার মা হওয়ার খবরে সরগরম নেটদুনিয়া। এদিকে নায়িকার মা হওয়ার খবর আগে থেকেই জানতেন বলি পাড়ার জনপ্রিয় প্রযোজক ও পরিচালক করন জোহর। তাদের সম্পর্ক বাবা-মেয়ের মতোই।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে করন জোহর সংবাদমাধ্যমকে জানান, ‘সেদিন আলিয়া আমার অফিসে এসেছিল। ও এসেই আমাকে জড়িয়ে ধরে খবরটা জানালো। তা শুনে আমার চোখ থেকে আপনাআপনি জল বেরিয়ে এসেছিল। আমি কেঁদে ফেলি।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ‘ওটা আমার জন্য খুব ইমোশনাল একটা মুহূর্ত ছিল। এখনও তাই আছে। বাবা হওয়ার প্রথম অভিজ্ঞতা আমি ওর (আলিয়া) থেকেই পেয়েছি। ওর বাচ্চাকে কোলে নেওয়ার জন্য আর অপেক্ষা শেষ হচ্ছে না। নিজের সন্তানকে প্রথমবার কোলে নিয়ে যে অনুভূতি হয়েছিল, জানি এটাও তেমনই হবে।’

করনের হাত ধরেই বলিউডে অভিষেক ঘটে আলিয়ার। বরাবরই নায়িকার পাশে থেকেছেন তিনি। প্রায় এক যুগ ধরে তাদের মধ্যে বেশ সুসম্পর্ক রয়েছে। একে অন্যের পরিবার হয়ে উঠেছেন তারা।

বিজ্ঞাপন

w5yZiQS

প্রসঙ্গত, গত ২৭ জুন ইনস্টাগ্রামে এক পোস্টে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান আলিয়া। তার পোস্ট করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন আলিয়া। পাশে বসে আছেন রণবীর। হাস্যোজ্জ্বল মুখে আলিয়া তাকিয়ে আছেন আল্ট্রাসনোগ্রাফির মনিটরে। হবু বাবা-মা'কে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন নেটিজেনরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |