ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ভিন্ন গল্প নিয়ে নাটক ‘বাটপার’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ , ০৫:০৮ পিএম


loading/img

দিলদার ওরফে ডিকে ভাই। লালু ওরফে লারা। মোসলেম উদ্দিন ওরফে ম্যারাডোনা। তারা এক ফ্ল্যাটে মেস সিস্টেমে থাকে। তিনজনই ঠগবাজ টাইপের। লারা হচ্ছে লাভার বয়। টিউশনি করাতে গিয়ে শর্মীর সঙ্গে প্রেম।

বিজ্ঞাপন

শর্মীর মায়ের হাতে ধরা পড়ে চাকরি হারায়। ডিকে পকেটমার। ভাগ্য সুপ্রসন্ন হলে মালদার পার্টি পায়। না পেলে ধরা। ম্যারাডোনা ড্রাইভার, কিন্তু তেল চুরির দায়ে সেও চাকরি হারায়।

এই তিনজনেরই কর্মকাণ্ডে গল্প এগিয়ে যেতে থাকে। আসতে থাকে আরও সব নতুন নতুন চরিত্র। ঘটতে থাকে সব মজার ঘটনা। সেই সব মজার ঘটনা জানতে হলে দেখতে হবে নাটক ‘বাটপার’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষি আলম, অনিক, অহি, শাকিলা প্রমুখ।

বিজ্ঞাপন

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই নাটকটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন ১২ জুলাই রাত ৯ টা ৩০ মিনিটে আরটিতে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |