ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নাসির-ইলিয়াসকে একহাত নিলেন সুবহা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৫ নভেম্বর ২০২২ , ০৮:৫১ পিএম


loading/img

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবহা। তবে সিনেমা মুক্তির আগেই ব্যক্তিজীবনের নানান ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

২০১৮ সালে সুবহার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন।

পরবর্তীতে গায়ক ইলিয়াস হোসাইনের সঙ্গে নায়িকার বিয়ে-বিচ্ছেদ নিয়েও বেশ জলঘোলা হয়েছে। সেসব এখন অতীত। ব্যক্তিজীবনে নানান ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন সুবহা। তবে সুযোগ পেলে দুই প্রাক্তনকে খোঁচা দিতে ছাড় দেন না নায়িকা। ফের নাসির-ইলিয়াসকে একহাত নিলেন তিনি।

বিজ্ঞাপন

গত ১ নভেম্বর বেলা ১২টা ২১ মিনিটে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন গায়ক ইলিয়াস হোসাইন। সেখানে একসঙ্গে দেখা মেলে নাসির ও ইলিয়াসের। দুজনেই হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘পুরনো বন্ধু।’

ইলিয়াসের সঙ্গে নাসিরের বন্ধুত্বের খবর জেনে চোখ খুলে সুবহার। তিনি জানান, নাসির আর ইলিয়াস পুরনো বন্ধু। আমাকে ফাঁসানোর জন্য তারা দুজন মিলে এত কিছু করেছে।

সুবহা বলেন, ছবিটি দেখে আমি বেশ অবাক হয়েছি। যেহেতু তাদের (নাসির-ইলিয়াস) সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাই তারা ছবি দিলো নাকি ভিডিও দিলো, তাতে আমার কিছু যায়-আসে না। তবে তারা দুজন বন্ধু, এটি আগে জানতাম না।

বিজ্ঞাপন

নায়িকা যোগ করেন, আমার সঙ্গে যা ঘটেছে, সব পূর্বপরিকল্পিত। তারা দুজন আগে থেকেই এক ছিলো। আমার মনে হচ্ছে, তারা দুজন প্ল্যান করে আমার ক্যারিয়ার, জীবন ধ্বংস করার প্রি-প্ল্যান করে এসেছিলো।

সুবহার ভাষ্য, আমি এত বড় ট্র্যাপ থেকে বেঁচে গেছি, এজন্য আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ। এ রকম ভুল পদক্ষেপ আর নিবো না। এরপর নিলে যাচাই-বাছাই করেই নিবো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |