বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। দীর্ঘ ৩৫ বছর ধরে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কিন্তু হঠাৎ অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন আমির।
বর্তমানে পরিবারের সঙ্গেই অবসরের সময় কাটাতে চান তিনি। এ বিষয়ে আমির বলেন, ‘লাল সিং চাড্ডা’ ছবির পর ‘চ্যাম্পিয়নস’ নামে একটি ছবিতে কাজ করার কথা ছিল। গল্পটা খুবই হৃদয়স্পর্শী। কিন্তু আমার মনে হচ্ছে, আমার একটা বিরতি দরকার। আমি আমার মা, সন্তান এবং পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে চাই।
আসলে আমি অভিনয় করার সময় যে সিনেমায় কাজ করি সেটা নিয়েই ব্যস্ত থাকি। তখন জীবনে আর কিছু থাকে না।
তিনি আরও বলেন, তাই আমি ভেবেছি আগামী দেড় বছর কাজ করব না। আমি প্রথমবারের মতো এমন একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন মনে হচ্ছে, আমি আমার কাছের মানুষদের প্রতি অনেক অবিচার করে ফেলেছি। এখনি সময় জীবনটাকে অন্যভাবে উপভোগ করার।
আমির খান অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। সিনেমাটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। বক্স অফিসে সিনেমাটি তেমন সাড়া যোগাতে পারিনি।
খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস