ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নীলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তৃণা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৯ জানুয়ারি ২০২৩ , ০১:১২ পিএম


loading/img

একসঙ্গে পথচলার দুই বছর পার করতে চলেছেন ওপার বাংলার ছোট পর্দার তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। আগামী ৪ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। এর আগেই নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

যদিও বিষয়টি আগেই হেসে উড়িয়ে দিয়েছেন নীল। এবার বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন তৃণা। তিনি বলেন, ‘আজকাল জীবনটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। ফেসবুক-ইনস্টাগ্রামে হাসিমুখে পোজ দিয়ে ছবি দিলেই বোঝা যাবে সম্পর্ক আছে, নয়তো গণ্ডগোল হয়েছে! সোশ্যাল মিডিয়ার বাইরেও যে জীবন আছে, মানুষ সেটা ভুলতে বসেছে। আগে এসব নিয়ে ভাবতাম। এখন আর পাত্তা দেই না। শুধু বলতে চাই, আমি আর নীল ভালো আছি।’ 


প্রসঙ্গত, অভিনয় ক্যারিয়ার শুরুর আগে থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন নীল-তৃণা। নানান বাধা-বিপত্তি পেরিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে জাঁকজমক আয়োজনে দুজনের ১০ বছরের প্রেম বিয়ের পিঁড়িতে গড়ায়।

বিজ্ঞাপন

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |