ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মায়ের মৃত্যুতে আদিলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাখির  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ , ০৫:১৯ পিএম


loading/img

সম্পর্কের টানাপোড়েন যেন পিছু ছাড়ছে না রাখি সাওয়ান্তের। আদিল দুরানির সঙ্গে বিয়ের আট মাসের মাথায় ফের ভাঙতে চলেছে অভিনেত্রীর সংসার। দিনের পর দিন একে অপরের দিকে কাদা-ছুড়ছেন তারা।

বিজ্ঞাপন

সোমবার (৬ ফেব্রুয়ারি) স্বামীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনে বিচ্ছেদের ঘোষণা দেন বলিউডের এই মিরচি গার্ল। সম্প্রতি ফের আদিলের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি। অভিনেত্রীর দাবি, আদিলের জন্যই নাকি তার মায়ের মৃত্যু হয়েছে।   

রাখি বলেন, আদিলের জন্যই আমার মাকে হারিয়েছি। সঠিক সময়ে চিকিৎসা হলে আমার মাকে হয়তো বাঁচানো যেত। সে আর কত কষ্ট দেবে আমাকে। তার জন্যই আমার মায়ের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি বিগবসে যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। আমার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়। আর ওই টাকা সম্পূর্ণই আমার ছিল, আদিলের নয়।

পরে একটি অস্ত্রোপচার করানোর জন্য আমার মায়ের অর্থের প্রয়োজন হলে, চিকিৎসার জন্য প্রয়োজনমতো টাকা হাসপাতালে দেয়নি আদিল। সে খুবই সামান্য টাকা আমার ভাইয়ের বউয়ের হাতে দিয়েছিল। আদিল টাকা না দেওয়ার কারণে সময়মতো আমার মায়ের অস্ত্রোপচার করানো যায়নি। আর এ জন্যই আজ মা আমাকে ছেড়ে চলে গেছেন।

অভিনেত্রী আরও দাবি করেন, আদিল তার মায়ের গয়না, ৫-৬ লাখ টাকা এবং তার সব জিনিসপত্র নিয়ে আমাকে ছেড়ে ওই মেয়ের বাড়িতে থাকতে চলে গেছেন।

রাখি বলেন,  মেয়েটির নাম তনু, তার সঙ্গে ফোনে কথাও বলেছেন তিনি। আদিল আমাকে বলেছিল মিডিয়ার সামনে ক্ষমা চাইতে। আমি যদি ক্ষমা চাই, তাহলে ও সবাইকে ছেড়ে দিয়ে আমার কাছে আসবে, কিন্তু সে আসেনি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |