ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ভালোবাসা দিবসে বিপ্লব সাহার ‘তুমি ভালোবাসো বলেই’ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ০৪:০০ পিএম


loading/img

সামনেই আসছে ‘বিশ্ব ভালোবাসা দিবস’। দিবসটিকে বরণ করে নিতে চলছে নানা আয়োজন। আর এই ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশ করেছেন চিত্রশিল্পী ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। 

বিজ্ঞাপন

গানটির শিরোনাম ‘তুমি ভালোবাসো বলেই’। গীতিকবি রবিউল ইসলাম জীবনের কথায় গানটি সুর ও সংগীত আয়োজন করেছেন মার্সেল। সেই সঙ্গে গানটির মিউজিক ভিডিওর গল্প ও পরিচালনা করছেন বিপ্লব সাহা ও রিজভী হোসেন।

জানা গেছে, গানটিতে মডেল হয়েছেন হৃতিকা ইসলাম ও রাসেদুর রহমান রাসেদ। কুয়াকাটার মনোরম সব লোকেশনে ধারণ করা হয়েছে গানটির মিউজিক ভিডিও।

বিজ্ঞাপন

এই বিষয়ে বিপ্লব সাহা বলেন, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষকে ভালো ভালো কথা বলতে জানতে হয়। আমাদের মধ্যে অনেকে আছে পাগলের মতো ভালবেসে যাই কিন্তু মানুষটির সামনে ভালোবাসা প্রকাশ করার মতো দুটো ভালো কথা বলতে পাড়ে না। আমার গান সেই না বলা কথাই বলতে শেখাবে।

এই চিত্রশিল্পী আরও বলেন, ভালোবাসা দিবসে এই গানের মাধ্যমে ভালোবাসার দিন সুন্দর হক। আশা করছি সবাই গানটি শুনবেন। সেই সঙ্গে গানটি আপনাদের প্রাণ ছুঁয়ে যাবে এই ভালোবাসা দিবসে।   

প্রসঙ্গত, গানটি গেল ৯ ফেব্রুয়ারি বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে ও ফ্যাশন হাউজ বিশ্ব রঙের ফেসবুক পেজ প্রকাশ হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |