ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মেয়ের বয়সী অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, মুখ খুললেন অনিল  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:১৫ পিএম


loading/img

মেয়ের বয়সী অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন বলি অভিনেতা অনিল কাপুর। ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজে ২৯ বছর বয়সী অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে ৬৬ বছরের এই অভিনেতার অন্তরঙ্গ দৃশ্য রয়েছে।   

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে সিরিজটি। আর মুক্তির পরেই ছবিটি দেখে রীতিমতো অবাক হয়েছেন দর্শকরা। পর্দায় সবিতার ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুম্বনরত অবস্থায় দেখা যায় তাকে।   

বিজ্ঞাপন

শুটিংয়ের সময় সবিতার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে কাজ করার সময় অনেক ‘নাভার্স’ ছিলেন অনিল। তবে সিরিজের ওই দৃশ্যে সবিতা নিজেই নাকি অভিনেতাকে সাহায্য করেছিলেন বলে জানিয়েছেন তিনি। 

এক সাক্ষাৎকারে অনিল বলেন, ছবিতে সবিতার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে আমার। সত্যি বলতে, সে সময় আমি খুবই নার্ভাস ছিলাম। আগে কখনও কোনো অভিনেত্রীর সঙ্গে আমি এমন দৃশ্যে অভিনয় করা হয়নি।   

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেতা আরও বলেন,  এই দৃশ্যগুলোতে অভিনয় করার সময় সবিতার কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি আমি। যেহেতু আমি নার্ভাস ছিলাম, তাই সবিতা খুব সহজ করে দিয়েছিল কাজটা। হয়ত ওর থেকে আমার অভিজ্ঞতা বেশি, কিন্তু তরুণ প্রজন্ম অনেক সময় উপলব্ধি করতে পারে না যে, ওরা আমার কাজটা কত সহজ করে দেয়।       

খবর : হিন্দুস্তান টাইমস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |