• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

কিয়ারার বিরুদ্ধে চুরির অভিযোগ!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২৩, ১০:৩৫
কিয়ারার বিরুদ্ধে চুরির অভিযোগ

দিন কয়েক আগেই সিদ্ধার্থের সঙ্গে সংসার জীবন শুরু করেছেন কিয়ারা আদভানি। তবে বিয়ের পরে কাজে ফিরেই ফাঁপরে পড়েছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।

একটি পানীয় সংস্থার নতুন বিজ্ঞাপনে দেখা গেছে কিয়ারাকে। আর সেই বিজ্ঞাপন নিয়েই শুরু হয়েছে যত অশান্তি। জানা গেছে, আগে ওই পানীয় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাকে সরিয়েই নাকি সেই জায়গায় দখল করেছেন কিয়ারা। আর এতেই অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে।

দীর্ঘদিন ধরেই ওই পানীয়ের সংস্থার যুক্ত ছিলেন ক্যাটরিনা। গত কয়েক বছরে ওই সংস্থার হয়ে একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। তবে চলতি বছরে ওই সংস্থার বিজ্ঞাপনের নতুন মুখ হিসেবে কাজ করেন কিয়ারা।

এ দিকে বিজ্ঞাপনটি মুক্তি পাওয়ার পর থেকে, সেখানে একেবারেই কিয়ারাকে মানায়নি বলে মন্তব্য করেন অধিকাংশ নেটিজেনরা। সেই সঙ্গে কিয়ারাকে বাদ দিয়ে ক্যাটরিনাকে আবার ফিরিয়ে আনতে দাবিও জানান তারা। যদিও নেতিবাচক সমালোচনার কোনো জবাব দেননি কিয়ারা।

সংস্থার সঙ্গে চুক্তির পরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন কিয়ারা। বিজ্ঞাপনের থিমের সঙ্গে ম্যাচ করে হলুদ রঙের পোশাক পরেছিলেন তিনি। যেহেতু আম দিয়ে তৈরি পানীয়ের বিজ্ঞাপন, তাই সেই ভিডিও চিত্রে কিয়ারা হাতে রয়েছে একটি পাকা আম, আর হাত গড়িয়ে পড়ছে আমের রস।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুয়ার বিজ্ঞাপনে ডিপফেকের শিকার ড. ইউনূস ও শাকিব খান!
ভিডিও ভাইরাল, নতুন সিদ্ধান্ত নিলেন ক্যাটরিনা
আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে জায়গা পেল বাংলাদেশ
বলিউডে আসছে নতুন জুটি