বনি কাপুর ও শ্রীদেবীর কন্যা হওয়ার পরও নিজের যোগ্যতায় একটু একটু করে বলিউডে জায়গা করে নিচ্ছেন জাহ্নবী কাপুর। এখন পর্যন্ত ছয়টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও এর মধ্যে কোনো সিনেমাই সেভাবে আলোড়ন তুলতে পারেনি। তাতে কী? তারকাখ্যাতি ঠিকই পেয়ে গেছেন।
আর তাইতো, যেখানেই যান সেখানেই মুখোমুখি হতে হয় সংবাদকর্মীদের। তাদের সঙ্গে কথোপকথনের সময় স্বাভাবিকভাবেই চলে আসে মা শ্রীদেবীর কথা। কিন্তু মা সম্পর্কিত প্রশ্নে বরাবরই নীরব থাকতেন জাহ্নবী। একসময় শ্রীদেবীকে নিয়ে জাহ্নবীকে কোনো প্রশ্ন করতেই সাংবাদিকদের নিষেধ করে দেওয়া হয়েছিল।
তবে এবার মাকে নিয়ে মুখ খুললেন জাহ্নবী। কথা বললেন তার মৃত্যু প্রসঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মাকে হারানোর পর আমার হৃদয়ে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনও মিটবে না। কিন্তু সে সময় আমার এক অন্য অনুভূতি হয়েছিল। আসলে জীবনে এমন অনেক কিছুই হয়তো সহজে পেয়ে গেছি তাই, আমার মনে হতো, কিছু না কিছু খারাপ জিনিস হবেই আমার সঙ্গে।’
তিনি আরও বলেন, ‘মায়ের মৃত্যুর পর মনে হয়েছিল, এই বীভৎস ঘটনা আমার কপালে লেখা ছিল, এমন হওয়ারই ছিল। তাই তখন আমি শোকের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে বুঝিয়েছিলাম, এই তো যা খারাপ হওয়ার হয়ে গেল। সেই ভাবনটা এক ধরনের স্বস্তিদায়ক অনুভূতি ছিল।’
প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণী সিনেমায় নাম লিখিয়েছেন জাহ্নবী। ছবির নাম ‘এনটিআর ৩০’। কোরাতালা শিবার পরিচালনায় এই ছবিতে এনটিআর জুনিয়রের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ছবিটির পোস্টার।