• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

আমাদের বিচ্ছেদ হয়ে গেছে : নওয়াজুদ্দিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২৩, ২৩:৫৮
আমাদের বিচ্ছেদ হয়ে গেছে : নওয়াজুদ্দিন

বলিউডের তারকা অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী। শুধু তাই নয়, স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও করেন তিনি। স্ত্রী একের পর এক অভিযোগ করলেও নিশ্চুপ ছিলেন অভিনেতা। অবশেষে নিরবতা ভাঙলেন তিনি।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নওয়াজুদ্দিন জানান, এটা কারও বিরুদ্ধে অভিযোগ নয় বরং নিজের দিক তুলে ধরা। কয়েক মাস ধরে আমাকে ‘বাজে মানুষ’ হিসেবে উপস্থাপন করা হলেও সন্তানদের কথা ভেবে চুপ ছিলাম।

অভিনেতা স্পষ্ট জানান, কয়েক বছর ধরেই আমি আর আলিয়া একসঙ্গে থাকছি না। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবে সন্তানদের কথা ভেবে নিজেদের মধ্যে বোঝাপড়া আছে।

স্ত্রীর বিরুদ্ধে তার অভিযোগ, আলিয়ার কেবল টাকার চাহিদা। সে আগেও এ ধরনের কাজ করেছে। নিজের চাহিদাগুলো মেটাতে না পারায়, আমার বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ এনেছে। সে আমার সম্মান, ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
স্বামীর ঋণের দায়ে ২ শিশুসহ স্ত্রী গ্রেপ্তার
প্রথম স্ত্রীর মামলায় জরিমানা গুনতে হচ্ছে উদিত নারায়ণকে
স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে এসে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা