ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

‘স্বর্গে’ অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ , ০৯:৫৪ এএম


loading/img

ঢালিউড কুইন অপু বিশ্বাস। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন।

বিজ্ঞাপন

এর ধারাবাহিকতায় আবারও শাহরিয়ার নাজিম জয়ের সিনেমায় অভিনয় করতে চলেছেন অপু বিশ্বাস। ‘স্বর্গে’ শিরোনামের সিনেমাটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম। সোমবার (১০ এপ্রিল) দুপুরে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন এ নায়িকা।

এটি একটি গল্পনির্ভর সিনেমা হতে যাচ্ছে বলে জানালেন জয়। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই ছবিতে এমন একটি গল্প তুলে আনব যা আমাদের চারপাশে ঘটে কিন্তু আমরা নোটিশ করিনা। দেশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিনেমাটি প্রদর্শন করাব। সেই সংকল্প নিয়ে শুটিং শুরু হবে।’

বিজ্ঞাপন

অপু বিশ্বাস বলেন, ‘নায়ক হিসেবে জয় ভাইকে অনেক আগে পেয়েছিলাম। তার নির্মাণে ‘প্রিয় কমলা’তে কাজ করেছি। এমনকি তার অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’তে অতিথি হয়ে এসেছিলাম। অনুষ্ঠান শেষে গল্পটা আমাকে শোনান। প্ল্যানিং ও গল্পটা শুনে এত ভালো লাগে, আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল দিয়ে দিয়েছি। আসলে আমার ওপর আস্থা রেখে যেসব প্রযোজনা সংস্থা আমাকে সিনেমাতে নেন সবসময় আমি চেষ্টা করি সেই আস্থা ও বিশ্বাস রাখার।’

প্রসঙ্গত, পরিচালনায় পাশাপাশি এ ছবিতে জয় নিজেও অভিনয় করবেন। পরিচালক জানান, মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |