• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

পপুলার ও ট্রেন্ডিং লিস্টে ‘কথা আছে’ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২৩, ২২:৫৫
পপুলার ও ট্রেন্ডিং লিস্টে ‘কথা আছে’ (ভিডিও)

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো র‍্যাপ গানে পারফর্ম করেছেন ঢালিউড কিং শাকিব খান। ‘কথা আছে’ শিরোনামের গানটি প্রকাশ্যে আসতেই হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। ফেসবুকে সার্চ করলে ‘পপুলার ও ট্রেন্ডিং লিস্টে’ দেখা যাচ্ছে গানটি।

এদিকে শাকিব খানের কড়া সমালোচকরাও বলছেন, এমন প্রতিবাদী গানে তার পারফর্মেন্স ক্যারিয়ারে অন্যতম সেরা হয়ে থাকবে।

অন্যদিকে, শাকিবের এমন পারফর্মেন্সে মুগ্ধতা প্রকাশ করে বাহবা দিচ্ছেন দর্শকরা। এক কথায়, নায়কের চমকে মুগ্ধ সকলে।

‘এইতো দুঃখ ভরা রাত, যার হয় না সুপ্রভাত, সবাই হইছে কুপোকাত, ভাঙছে মাথার ওপর ছাদ, অলিগলি থেকে শুরু, হায়না-ময়না-হাতি, হাতের তালুর মতো চিনি, আমি এই ঢাকা সিটি, ঘুষ ছাড়া চাকরি হয় না, ঘুষ না খাইলে চাকরি যায়, ঘুষ দিয়া তার চাকরি হইছে, কীভাবে সে ঘুষ না খায়...এভাবে কি চলতে পারে, চলতে দেওয়া যেতে পারে, প্রশ্ন আমি রেখে যাই, দুর্নীতিকে রুখি তাই, কথা আছে কথা আছে, আমার কিছু কথা আছে, আমি সেটা বলবোই’ এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তাবিব মাহমুদ। শুভ্র রাহার সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যান্য সিনেমাগুলোর মধ্যে শাকিবের ‘লিডার, আমিই বাংলাদেশ’ বাজিমাৎ করতে পারে। কারণ ‘কথা আছে’ গানটি দিয়েই ব্যাপক সাড়া ফেলেছেন নায়ক। এছাড়াও এই সিনেমায় তার সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তপু খানের পরিচালনায় বিভিন্ন চরিত্রে আরও আছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গেট বন্ধে ভোগান্তিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা 
চ্যাম্পিয়নস ট্রফির জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের
সেগুন বাগানে পড়ে ছিল হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ
আলোচনায় সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’