ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মঞ্চে ওঠার আগে পোশাকের কারণে নাজেহাল জাহ্নবী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ , ০৮:৩৫ এএম


loading/img
ফাইল ফটো

নিজেকে প্রমাণ করতে কোনো কিছুরই যেন কমতি রাখছেন না জাহ্নবী। মা শ্রীদেবী নয়, নিজের দক্ষতায় জায়গা করে নিয়েছেন বলিপাড়ায়। তিনি নিজেই এখন নিজের তুলনা।

বিজ্ঞাপন

তবে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চে ওঠার আগেই পোশাকের কারণে ব্যাপক নাজেহাল অবস্থার সম্মুখীন হয়েছেন জাহ্নবী। মুম্বাইতে অনুষ্ঠিত এক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটার আগে এই বিপদে পড়েন তিনি।

মঞ্চে উঠে পারফর্ম করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই নায়িকার পছন্দের গাউনের চেন হঠাৎ কেটে যায়। পরে নতুন করে সেলাই করার পর আবারও একই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে সেই পোশাক-বিভ্রাটের কথা নিজেই জানিয়েছেন জাহ্নবী। ওই ছবিতে দেখা যায়, গাঢ় বেগুনি রঙের এক গাউন নিয়ে ব্যাপক নাজেহাল জাহ্নবী এবং তার সজ্জাশিল্পী। কিছুতেই যেন অভিনেত্রীর পোশাকের চেন আটকানো যাচ্ছিলো না। 

ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, যদি রেড কার্পেটে হাঁটার ৫ মিনিট আগে এবং স্টেজে পারফর্ম করতে ওঠার ১২ মিনিট আগে তোমার গাউনের চেন কেটে যায়! তাহলে ভাবো, সেই অবস্থা আর কী! 

অভিনেত্রীর শেয়ার করা ছবির থেকে একটিতে দেখা যায়, এক জন দর্জি বসে জাহ্নবীর পোশাক সেলাই করছেন পিছন থেকে। আর একটি ছবিতে দেখা যায় তিনি জরি দেওয়া অন্য এক পোশাক পরে সিঁড়িতে বসে হাসছেন। অবশেষে সেই পোশাক পরে মঞ্চে পারফর্ম করতে ওঠেন জাহ্নবী।

বিজ্ঞাপন

 

খবর  : আনন্দবাজার 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |