• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

গুলশানের এমপি হওয়া নিয়ে এবার মুখ খুললেন বাপ্পারাজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ মে ২০২৩, ১৮:৫৯
বাপ্পারাজ

সদ্য প্রয়াত নায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুতে এই সংসদীয় আসন শূন্য হয়েছে।

ফলে ফারুকের স্থলে নির্বাচনে অংশ নিতে অনেকেই তৎপর। এই আসনে নির্বাচন করার আকাঙ্ক্ষা অভিনেতা সিদ্দিকুর রহমান অনেক আগেই প্রকাশ করেছিলেন। তবে এরই মধ্যে এই আসনে অনেক তারকার নাম প্রস্তাবনা আকারে আসছে।

যেমন চিত্রনায়ক ওমর সানী প্রস্তাব করেছেন অভিনেতা ফেরদৌসের নাম। আবার চিত্রনায়িকা অঞ্জনা প্রস্তাব করেছেন আলমগীরের নাম।

তবে এসব বিষয়ে একেবারে ভিন্নমত প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। এর পেছনে অবশ্য কারণও আছে। বাপ্পারাজের বাবা প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের বাড়ির নাম ‘লক্ষীকুঞ্জ’। এটি গুলশান-২-এ অবস্থিত। সেখানেই বসবাস করছেন বাপ্পারাজসহ তাদের পরিবার। সেই হিসেবে তারা ঢাকা ১৭ আসনের অন্তর্ভুক্ত।

রোববার (২১ মে) বাপ্পারাজ জানান, সদ্য প্রয়াত নায়কের ইমোশন ব্যবহার করে নির্বাচনী ফায়দা নিতে চাইছেন অনেকেই। ঢাকা উত্তরের যারা মেয়র হয়ে আসেন, তারা এতটাই এফিসিয়েন্ট যে, কোনো কাজ অসমাপ্ত রাখেন না, যেটা এসে কোনো এমপিকে (সংসদ সদস্য) সমাপ্ত করতে হবে। একজন মৃত মানুষের ইমোশনকে ক্যাশ করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন, তারা ‘অফ’ যেতে পারেন, গুলশান আপনাদেরকে চায় না।

প্রসঙ্গত, বাংলাদেশে অভিনেতা থেকে সরাসরি রাজনীতিতে নেমেছেন যে কজন শিল্পী, তাদের মধ্যে অন্যতম নায়ক ফারুক। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামলা না নেওয়ায় গুলশান থানার ওসি বরখাস্ত 
‘অন্যের ঘর পুড়লে তবলা বাজাও, নিজের ঘর পুড়ছে কী বাজাবা’
খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানে মির্জা ফখরুল
গুলশানে নির্মাণাধীন ভবনে আগুন