মরক্কোয় হলিউডি সিনেমা ‘গ্ল্যাডিয়েটর টু’র শুটিং সেটে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সিনেমাটির স্টান্ট দৃশ্যের শুটিংয়ের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শুটিং সেটের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন।
রোববার (১১ জুন) সূত্রের মাধ্যমে জানা গেছে, আহতদের মধ্যে ছয়জন দগ্ধ হলেও তাদের হাসাপাতালে ভর্তি হতে হয়নি। বাকিরা হাসপাতালে ভর্তি আছেন। তবে সবার অবস্থাই স্থিতিশীল।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বলেন, হঠাৎ দেখি আগুনের একটি বিশাল বল মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আর ওই আগুনের হলকায় বেশ কয়েকজন আহত হন। আমার দীর্ঘ অভিজ্ঞতায় এত ভয়ংকর দুর্ঘটনা এর আগে কখনও দেখিনি।
এক বিবৃতিতে প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শুটিং ফের শুরুর পর সব ধরনের সতর্কতা নেওয়ার নিশ্চয়তাও দিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু কবে ওই দুর্ঘটনা ঘটেছে তা জানায়নি প্রতিষ্ঠানটি।
জানা গেছে, ২০০০ সালে পর্দায় আসে রোমান সাম্রাজ্যের পটভূমিতে নির্মিত এক ঐতিহাসিক মহাকাব্যিক সিনেমা ‘গ্ল্যাডিয়েটর’। সে সময় ওই সিনেমাটি নির্মাণ করেন পরিচালক স্যার রিডলি স্কট। মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল এটি। যা দর্শক জনপ্রিয়তার পাশাপাশি বাফটা, গোল্ডেন ক্লাবসহ পাঁচ ক্যাটাগরিতে অস্কার পুরস্কারও অর্জন করে সিনেমাটি।
সে সময় ‘গ্ল্যাডিয়েটর’ মুক্তির পর বক্স অফিসে আয় করেছিল প্রায় ৪৫৭ মিলিয়ন ডলার। এবারের সিরিজটির স্কটই নির্মাণ করছেন, লিখেছেন চিত্রনাট্যও এবং প্রযোজক টিমেও নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের এই নির্মাতা।
প্রসঙ্গত, ‘গ্ল্যাডিয়েটর টু’ সিক্যুয়েলেও রাসেল ক্রো অভিনয় করেছেন। এ ছাড়া এতে আরও রয়েছেন পল মেস্কাল, পেড্রো প্যাসকেল, ডেনজেল ওয়াশিংটন ও কনি নিলসন। ২০২৩ সালের নভেম্বরে মুক্তি পাবে এই সিক্যুয়েলটি।
সূত্র : বিবিসি