টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রাহমান। প্রয়াত কিংবদন্তি নায়ক ফারুকের ঢাকা-১৭ আসন থেকে উপনির্বাচন করতে চেয়েছিলেন এই অভিনেতা। কিন্তু আওয়ামী লীগের মনোনয়নপত্র না পেয়ে ভীষণ মন খারাপ সিদ্দিকের। তাই মন ভালো করার জন্য সময় কাটাতে দুবাইতে উড়াল দিয়েছেন তিনি।
সেই সঙ্গে সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। ওই ভিডিওতে নির্বাচন নিয়েও কথা বলেছেন সিদ্দিক।
কিন্তু এমন ভিডিও বার্তা দিয়ে যেন বিপাকে পড়েছেন এই অভিনেতা। যার প্রমাণ তার ভিডিওতেই দেখা যায়। মনোনয়ন না পেয়ে দুবাই যাওয়ায় অনেকেই বিষয়টি ভালোভাবে নেয়নি।
নেটিজেনদের কথায়, এই সময় তার উচিত ছিল দেশের মানুষ ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পাশে থাকা। কিন্তু সেটি না করে উল্টো তিনি চলে গেলেন দেশের বাইরে।
অনেকেই লিখেছেন, ‘ভাই কিছুদিন আগে একটা কথা বলছেন, আওয়ামী লীগ আপনাকে মনোনয়ন দিলে আপনি নির্বাচন করবেন। আওয়ামী লীগের হয়ে মানুষের সেবক হবেন। দুবাই গিয়ে সাগরপাড়ে মানুষের সেবা করবেন- এটাই হলো স্বার্থের জন্য দলে যোগ দেওয়া।’
অন্য একজন লিখেছেন, ‘নমিনেশন না পেলে মঙ্গল গ্রহে যেতে হবে- এ কেমন কর্মীরে! তোমার তো উচিত ছিল যাকে নমিনেশন দিয়েছে তার হয়ে কাজ করার।’
এর আগে সেই ভিডিওতে অভিনেতা সিদ্দিক বলেছিলেন, মন খারাপ হলে মানুষ কী করে? বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এ কারণেই আমি দুবাইয়ে ঘুরতে এবং কেনাকাটা করতে এসেছি। এতে নাকি মানুষের অনেকটাই মন ভালো হয়ে যায়।
‘সেই জায়গা থেকে আমি একটা কথাই বলতে চাই, অনেকেই বলেছেন যে, যাকে নমিনেশন দেওয়া হয়েছে সিদ্দিকুর ভাই তার হয়ে কাজ করবেন কি না? মূলত এটার জন্যই আমার এই ভিডিও বার্তা। আমি আওয়ামী লীগের লোক। বঙ্গবন্ধুর আদর্শের মানুষ এবং প্রধানমন্ত্রীর আদর্শের সৈনিক, নৌকার মানুষ আমি।’