ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

টমবয় তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৬ জুন ২০২৩ , ০৩:২১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একেকবার একে চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। কখনও প্রেমিকার চরিত্রে, কখনও স্ত্রীর চরিত্রে আবার কখনও বা প্রতিবাদী নারীর চরিত্রে। নিজেকে প্রতিনিয়তই ভেঙে গড়ছেন এই অভিনেত্রী। এবার টমবয় হয়ে পর্দায় হাজির হবেন ফারিণ।      

বিজ্ঞাপন

নাটকটির নাম ‘তোমার পিছু ছাড়বো না’। এটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতা আনান। এতে টমবয় মেয়েটির চরিত্রে নিজেকে মেলে ধরেছেন ফারিণ। আর তার বিপরীতে সহজ-সরল ছেলের চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে। 

নির্মাতা মুহাম্মদ মিফতা আনান বলেন, কথায় আছে প্রেম অন্ধ। তারই বাস্তব চিত্র দেখা যাবে এই নাটকে। 

বিজ্ঞাপন

নাটকের গল্পে দেখা যাবে, রাস্তার পাশে একটি সহজ-সরল ছেলেকে কান্না করতে দেখে টমবয় টাইপের এক মেয়ে এগিয়ে আসে। তার হাতে সিগারেট,  বয়কাট চুল, পরনে শার্ট-প্যান্ট। ছেলেটিকে গিয়ে মেয়েটি জিজ্ঞাসা করে- কী হয়েছে, কাঁদছো কেন? 

বিজ্ঞাপন

জবাবে ছেলেটি আরও কাঁদতে কাঁদতে বলে, পাশের গলি থেকে আমার একটি ব্যাগ ছিনতাই হয়েছে।

এ কথা শুনে রীতিমতো ব্যাগটি উদ্ধার করতে ছুটে যায় মেয়েটি। কিন্তু ব্যাগটি ফেরত দেয় না মেয়েটি। ব্যাগের আশায় মেয়েটির পিছু ছাড়ে না ছেলেটি। আর সেখান থেকেই শুরু হয় নয়া অধ্যায়। এভাবেই এগিয়ে যায় ‘তোমার পিছু ছাড়বো না’ নাটকের গল্প।   

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, আসন্ন ঈদুল আজহায় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |